ছাগল হত্যা করে রক্ত নিয়ে এ কী কাণ্ড! ‘আরআরআর’ তারকা জুনিয়র এনটিআর-এর নয় ভক্ত আটক nine fans of Telugu superstar Jr NTR were arrested after accused of Killing 2 Goats Spilling Blood On His Banner – News18 Bangla

রবার্টসোনপেট: গ্রেফতার হলেন অভিনেতা জুনিয়র এনটিআর-এর ন’জন ভক্ত। ভয়ঙ্কর  অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ছাগল বলি দেওয়ার জন্য কর্ণাটকের রবার্টসোনপেট থেকে গ্রেফতার করা হয়েছে তাঁদের। এই ঘটনাটি ঘটেছে হত শনিবার এনটিআর-এর জন্মদিন উপলক্ষে।

সংবাদমাধ্যমের খবর, কয়েক জন ভক্তের বিরুদ্ধে অভিযোগ, তেলুগু সুপারস্টারের ৪০তম জন্মদিন উপলক্ষে তাঁরা দু’টি ছাগলকে হত্যা করেছেন। তার পর ছাগলের রক্ত ছিটিয়ে দিয়েছেন ‘আরআরআর’-এর নায়কের ব্যানারের উপর। ঘটনাটি ঘটেছে একটি প্রেক্ষাগৃহের বাইরে।

আরও পড়ুন: সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহে ভয়াবহ আগুন! ভস্মীভূত দু’টি সারি, ভিতরে আটকে দর্শক!

যে পি শিবা নাগা রাজু, কে সাই, জি সাই, ডি নাগা ভূষণম, ভি সাই, পি নাগেশ্বর রাও, ওয়াই ধরণী, পি শিবা, বি অনিল কুমারকে গ্রেফতার করা হয়েছে। গত ২০ মে শিবা নাগা রাজু এবং তাঁর বন্ধুরা দু’টি প্রেক্ষাগৃহে ভিড় জমান এনটিআর-এর জন্মদিন উপলক্ষে। এবং সেখানেই ছাগলের বলি দিয়ে রক্ত ছিটিয়ে দেন নায়কের ব্যানারে। যেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এবং সেই প্রাণীর দেহ নিয়ে সেখান থেকে পালিয়ে যান সেই ভক্তরা।

Published by:Teesta Barman

First published:

Tags: Junior NTR, RRR



Source link

Read also  Manomay-Jojo: ‘আমি ক্লাসের জন্য গান গাই…বিজ্ঞাপনে গাইব না',মনোময়ের কথায় আহত জিঙ্গল গায়িকা জোজো