কিছু দেখতে পাচ্ছি না, অনুষ্ঠানে লেন্স খুলে চোখের পাতায়! কলকাতায় এসে বিপাকে সারা Sara Ali Khan visits Kolkata for jewellery showroom launch loses her lenses in the middle of conference – News18 Bangla
কলকাতা: কলকাতায় সারা আলি খান। কাঁকুরগাছিতে গয়নার সংস্থার নতুন শো-রুম উদবোধনে হাজির শর্মিলা ঠাকুরের নাতনি৷ ভারতীয় পোশাকে উপস্থিত হলেন সাংবাদিক সম্মেলনে। এক গাল হাসি নিয়ে সকলের সঙ্গে খোশমেজাজে অভিবাদন সারলেন সইফ আলি খানের কন্যা।
এরই মাঝে হঠাৎ বিপাকে পড়লেন নায়িকা। তাঁর চোখের পাওয়ার যে বেশ বেশি সে কথা প্রায় সকলেই জানেন। মোটা কাচের চশমা পরতে দেখা গিয়েছে একাধিকবার। কিন্তু সাধারণত অনুষ্ঠানে তিনি লেন্স পরেই হাজির হন। এখানেও অন্যথা হয়নি।
আরও পড়ুন: ষষ্ঠীতে উধাও তৃণা! এদিকে পোলাও মাটন চিংড়িতে নীলের জামাই আদর, রইল মেন্যু, ব্যাপার কী
কিন্তু প্রশ্নোত্তরের মাঝে হঠাৎ চোখের পাতায় দেখা গেল, কী যেন চকচক করে উঠল। নিজেই টের পেয়ে সাংবাদিকদের প্রশ্ন করলেন, ‘‘আমার চোখে কি কিছু পড়েছে?’’ সকলে ‘‘হ্যাঁ’’ বলতেই সারা নিজের সহকর্মীকে ডেকে সাহায্য চাইলেন। লেন্স খুলে যেতেই তিনি বিনা সংকোচে বলে উঠলেন, ‘‘আমি কিছুই দেখতে পাচ্ছি না। একটু সময় চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে।’’ সহকর্মী তাঁর ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে এসে তাঁকে সাহায্য করতেই সারা ফের দৃষ্টি ফিরে পেলেন। আবার সহজ ভাবেই চেয়ারে বসে আড্ডায় মগ্ন হয়ে পড়লেন।
কলকাতায় এই নিয়ে দ্বিতীয় বার পা রাখলেন বলি তারকা। শর্মিলার নাতনি হওয়া সত্ত্বেও এই শহরে আসার বেশি সুযোগ হয়নি নায়িকার। তবে এবার এসে সেই না-পাওয়া পুষিয়ে নেবেন সারা। অনুষ্ঠান সেরে ঝালমুড়ি আর ফুচকা খাবেন শহরের রাস্তায় রাস্তায় ঘুরে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sara Ali Khan