কার মাথায় উঠল ‘সেরার সেরা’-র মুকুট, ‘বেঙ্গল টপার’ -এর খেতাব জিতল কে? রইল সেরা দশের তালিকা|bengali serial trp list anurager chhowa in number 1 position check out full list – News18 Bangla
কলকাতা: চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। গত সপ্তাহে পয়লা নম্বরে থাকা ধারাবাহিক ‘জগদ্বাত্রী’কে টপকে প্রথম স্থানে নিজের জায়গা করে নিয়েছে ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’৷ ৭.৫ নম্বর পেয়ে বেঙ্গল টপার-এর খেতাব জিতে নিয়েছে সূর্য-নীপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া ‘এবং দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টিআরপি তালিকায় উলটপূরাণ। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। চলতি সপ্তাহেও সবাইকে পিছনে ফেলে সেরার সেরার মুকুট ছিনিয়ে নিল ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া ‘ এবং দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী ‘। গত সপ্তাহে দুজনেই যুগ্ন টপার হয়েছিলেন৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
আরও পড়ুন-প্রয়াত হলেন বিখ্যাত পপ গায়িকা, ক্যান্সারই কেড়ে নিল প্রাণ!
অনুরাগের ছোঁয়া | ৭.৫ (প্রথম) |
জগদ্ধাত্রী | ৭.০ (দ্বিতীয়) |
গৌরি এলো | ৬.৮ (তৃতীয়) |
নিম ফুলের মধু | ৬.৪ (চতুর্থ) |
বাংলা মিডিয়াম- রাঙা বউ | ৫.৫ (পঞ্চম) |
পঞ্চমী |
৫.৪ (ষষ্ঠ) |
এক্কা দোক্কা | ৫.৩ (সপ্তম) |
হরগৌরী পাইস হোটেল-মেয়েবেলা | ৪.৭(অষ্টম) |
খেলনা বাড়ি | ৪.৪ (নবম) |
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ |
৪.৩ (দশম) |
আরও পড়ুন-মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বমি, কিছুদিন ধরেই শরীর ঠিক ছিল না আদিত্যর, তারপর…
চলতি সপ্তাহে (৭.৫ ) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া ‘ । (৭.০ ) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’৷ (৬. ৮) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরি এলো’। (৬.৪) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। (৫.৫) পঞ্চম স্থানে রয়েছে ‘বাংলা মিডিয়াম’ ও ‘রাঙা বউ’। (৫.৪) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘পঞ্চমী’। (৫.৩) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক’এক্কা দোক্কা’। (৪.৭)পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’ ও ‘মেয়েবেলা’। (৪.৪ ) পয়েন্টে নবম স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। ( ৪.৩) পয়েন্টে দশম স্থানে রয়েছে’কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Serial, Durnibar Saha, Jamai Sasthi, Oindrila Sen