ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে যোগদান! বাঙালি শিল্পীর জর্জিয়া যাত্রাতে আপ্লুত রাজ্য

কলকাতা:  ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে যোগ দিতে “জর্জিয়া” গেলেন স্বনামধন্য শিল্পী অলোক কুমার সরদার । শিল্পের সঙ্গে দীর্ঘ ৪০-৪২ বছর ধরে যুক্ত তিনি। অনেক প্রতিকুলতা পেরিয়ে রবিবার তিনি বিদেশ পাড়ি দিলেন।

সম্প্রতি ভারত বাঙলাদেশ মৈত্রী র উপর আমন্ত্রণে যোগদান করেছেন এই শিল্পী। এ ছাড়া ভারতের বিভিন্ন জায়গায় প্রদর্শনী করেছেন তিনি।  ভারতের বাইরে ইতালি ,ইউক্রেন , জর্মান প্রদর্শনী করেছেন , এখন জর্জিয়ায় আমন্ত্রন পেয়ে অলোকবাবু অত্যন্ত আপ্লুত ।

সারা বিশ্ব থেকে ২০ জন শিল্পী আমন্ত্রিত হয়েছে এই অনুষ্ঠানে। তার মধ্যেই ভারতীয় আরও দুজন শিল্পী আছেন -সোমনাথ বিশ্বাস ও বিবেকানন্দ রায় । অলোক বাবু জানান,  তিনি সেখানে জীবন যুদ্ধ ,বিশ্ব মৈত্রী ও শান্তি নিয়ে কাজ করবেন । এতোদিন তিনি পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগে কর্মরত ছিলেন ,এখন তিনি স্বাধীন ভাবে কাজ করতে চলেছেন ।

Published by:Anulekha Kar

First published:

Tags: Entertainment

Source link

Read also  Sudipta-Soumya: ‘ভালোবাসার কামড়’-এর জেরে চর্চায়! কেমন বরের স্বপ্ন দেখেছিলেন সুদীপ্তা? মিল কতটা সৌম্যর সঙ্গে