আসছে ৭টি নতুন ছবি, তারকা পরিচালক থেকে নবাগত, দৌলতে রাজের থিংকিংক পিকচারজ Raaj Shaandilyaa’s Thinking Picturez producing 7 new movies – News18 Bangla
মুম্বই: রাজ শাণ্ডিল্যা এবং তাঁর সঙ্গী বিমল লাহোতি বিনোদন জগতে দুর্দান্ত সিনেমা উপহার দিতে চলেছেন। এই সিনেমাগুলি কমেডি, রোম্যান্স, ইত্যাদি ঘরানায় তৈরি হবে। শুধুমাত্র কন্টেন্ট চালিত এই প্রযোজনা সংস্থা, থিংকিং স্টুডিও (Thinking Picturez)। এখানে তারা তাদের স্ক্রিপ্টকে অনন্য ও বিনোদনমূলক করে তুলতে প্রয়াসী।
৭টি ছবির তালিকা-
- রামলালি – জাতীয় পুরস্কার বিজয়ী ওমুং কুমার পরিচালিত। এর আগে তিনি আমাদের ‘মেরি কম’ এবং ‘সরবজিত’-এর মতো হিট উপহার দিয়েছেন।
- গুগলি – সঞ্জয় গাধাভি পরিচালিত। তিনি ‘ধুম ১’ এবং ‘ধুম ২’-এর ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির পরিচালক।
- আরবি কল্যাণম – শ্রী নারায়ণ সিং পরিচালিত। এর আগে ‘টয়লেট: এক প্রেম কথা’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন।
- কেমিক্যাল ইন্ডিয়া – জয় বসন্তু সিং পরিচালিত। তিনি তার প্রথম চলচ্চিত্র ‘জনহিত মে জারি’-র জন্য সেরা আত্মপ্রকাশকারী পরিচালকের বিভাগে ফিল্মফেয়ারের জন্য মনোনীত হন। সমালোচকদের প্রবল প্রশংসা কুড়িয়েছিলেন। সেটিও থিঙ্কিং পিকচারজ-এর প্রযোজনায়।
- কন্যা কুমার – রাজীব ধিংরা পরিচালিত। ‘লাভ পঞ্জাব’ সিনেমার জন্য তিনি সেরা নবাগত পরিচালকের বিভাগে পাঞ্জাব ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।
- লড়কি ওয়ালে লড়কে ওয়ালে – পরিচালক হিসেবে প্রথম কাজ রোহিত নায়ারের।
- কোয়াক শম্ভু – অনিন্দ্য বিকাশ দত্ত পরিচালিত। প্রথম কাজ এটি।
আরও পড়ুন: স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে রূপালির, আশিসের নববধূ, অসম-কন্যার পেশা কী জানুন!
প্রযোজক রাজ শান্ডিল্যা এবং বিমল লাহোতি বলেন, “আমরা এই স্লেটটি ঘোষণা করতে পেরে অত্যন্ত উত্তেজিত এবং আনন্দিত। আমাদের লেখক এবং ক্রিয়েটিভ টিমের সদস্যরা অপূর্ব কাজ করছেন। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব দর্শকদের যথেষ্ট উন্নত মানের বিনোদন প্রদান করতে। আমরা চলচ্চিত্রের মাধ্যমে একটি অর্থপূর্ণ বার্তা দিতে পেরেছি। এটাই চাই, সকলে পরিবারের সঙ্গে বসে আমাদের তৈরি সিনেমাগুলি উপভোগ করুন।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Movie