আসছে নতুন ছবি ‘শুধু যাওয়া আসা’, ছবির নতুন ট্রেলারে মুগ্ধ নেটপাড়া
কলকাতা: প্রকাশ পেল মণীশ ঘোষ পরিচালিত, বজরং আগরওয়াল ও রবিউল শেখ প্রযোজিত, চ্যানেল বি এন্টারটেইনমেন্ট নিবেদিত ছবি ‘শুধু যাওয়া আসা’ র ট্রেলার। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একটি গানের ভিডিও। ছবিটি হলে মুক্তি পাচ্ছে আগামী ২৪ শে মার্চ।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী সহ আরও অনেকে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বর্গত দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়কে। এছাড়া অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভরত কল, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, রত্না ঘোষাল, অনামিকা সাহা, টেলিভিশন খ্যাত অভিনেতা সুমন দে এবং নবাগতা প্রিয়াঙ্কা।
আরও পড়ুন: ফের বলিউডে পাড়ি! প্রসেনজিতের ‘জুবিলি’র ঝলক প্রকাশ্যে, শুরুতেই বাজিমাত অভিনেতার
ছবির কাহিনীকার আরও এক কিংবদন্তি নাট্যকার, অভিনেতা মনোজ মিত্র। ছবির সংগীত পরিচালক জয় সরকার, নেপথ্য কণ্ঠে গান গেয়েছেন লোপামুদ্রা মিত্র, শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী এবং অন্বেষা দত্ত গুপ্ত। সকলের উপস্থিতিতে এ দিন নন্দন চাত্বরে অনুষ্ঠিত হল এই ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠান।
আরও পড়ুন: অনন্যা পাণ্ডের বোন আলান্নার বিয়েতে দেদার ফূর্তি-মজা, উপচে পড়েছিল গোটা বলিউড, দেখুন
ছবির বিষয়ে মণীশ ঘোষ জানিয়েছেন, “আমাদের এই ছবি জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এক বৃদ্ধ মানুষকে কেন্দ্র করে। এক বিশেষ কারণে তাঁকে তার দীর্ঘ দিনের ভাড়া বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যদিও তিনি কোথায় যাবেন তা জানেন না। তার নিজের বলতে ওই ভাড়া বাড়ির অন্যান্য ভাড়াটেরা। তাঁর চলে যাওয়ার দিন নিয়েই নানা ঘটনার ঘনঘটা। তার মধ্যে আসলেই কি চলে যেতে হয় তাকে? সেই গল্পই বলবে এই ছবি।”
অন্যদিকে প্রযোজক বজরং আগরওয়াল জানান, “বেশ অনেকদি আগেই শ্যুটিং শেষ হলেও প্যানডেমিক সহ নানান কারণে মনীশের এই ছবি মুক্তি পেতে পারে নি।তবে এবার অবশেষে বড় পর্দায় আসছে ‘শুধু যাওয়া আসা’। আশা করি দর্শকদের কাছে কমেডির মোড়কে এক জীবনের পরিবেশনা করতে পারব আমরা। ছবির ট্রেলার ও গান দর্শকদের ইতিমধ্যেই খুব ভাল লেগেছে এখন শুধু আশা করি ২৪ শে মার্চ থেকে দর্শকদের প্রভূত প্রশংসা পাবে এই ছবি। “
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Entertainment, Bengali Film