আপনার হাতে মাছের ঝোল খাব, ভিডিওকলে হঠাৎ শাহরুখ! ক্যানসার আক্রান্তের শেষ ইচ্ছাপূরণ Shah Rukh Khan talks through video call to Cancer Patient Fan from Bengal – News18 Bangla
উত্তর ২৪ পরগনা: ভক্তের শেষ ইচ্ছা পূরণ করলেন কিং খান! সারা দেশ-বিদেশে অগণিত ভক্ত ছড়িয়ে তাঁর। বলিউডের বাদশা তিনি। শাহরুখ খান। অসংখ্য ভক্তের মাঝে এ যেন এক অন্য ভক্ত। খড়দহর দক্ষিণ পল্লী কালীমন্দির এলাকার বাসিন্দা ৬০ বছরের শিবানী চক্রবর্তী। ক্যানসারে আক্রান্ত মারণ রোগের শেষ স্টেজে দাঁড়িয়ে জীবনের শেষ ইচ্ছা ছিল স্বপ্নের নায়ক শাহরুখ খানকে একবার স্বচক্ষে দেখার।
শিবানী দেবীর কেমো থেরাপি চলছে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মায়ের ইচ্ছাপূরণ করতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করেন মেয়ে প্রিয়া চক্রবর্তী। সেই ভিডিওই পৌঁছে যায় বলিউড সুপারস্টার কিং খানের কাছে। এহেন ভক্তের শেষ ইচ্ছা পূরণ করতে বিন্দুমাত্র সময় নষ্ট না করেই, শিবানী দেবীকে ‘মন্নত’ থেকে ভিডিও কল করেন শাহরুখ। প্রায় আধ ঘণ্টা কথা হয় তাঁদের মধ্যে।
আরও পড়ুন: অস্কার জয়ের পর দুঃসংবাদ! প্রয়াত ‘আরআরআর’ খ্যাত তারকা রে, শোকস্তব্ধ রাজামৌলী
শিবানী দেবীর পরিবার সূত্রে জানা যায়, শাহরুখ সাধারণ আর দশ জন মানুষের মতোই কথা বলেন। দু’এক বার ফোন রাখার কথা বললেও আবার নিজে থেকেই কথা চালিয়ে যান। শিবানী দেবীকে সব রকম অর্থনৈতিক ভাবে সাহায্যেরও কথা জানান কিং খান। সময় সুযোগ করে দেখা করবেন বলেও জানান তাঁকে।
আরও পড়ুন; ফের মৃত্যু বলি তারকার! বাথরুম থেকে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের নিথর দেহ
শুধু তা-ই নয়, বলিউড বাদশা শাহরুখ রীতিমতো আবদার করেন, শিবানী দেবীর হাতের মাছের ঝোল খাওয়ার। শিবানী দেবী নিজের মেয়ে প্রিয়ার বিয়ের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করলে শাহরুখ বিয়েতে থাকার ইচ্ছাও প্রকাশ করেন। আর শাহরুখের দেওয়া এই কথা শুনেই যেন কান্না চেপে রাখতে পারেননি শিবানী দেবী।
প্রসঙ্গত শাহরুখের অন্ধ ভক্ত শিবানী দেবীর বাড়ির দেওয়ালে টাঙানো শাহরুখের নানা সিনেমার পোস্টার, এমনকি অসুস্থ শরীরেও শাহরুখের ছবি দেখতে প্রেক্ষাগৃহে পৌঁছে গিয়েছেন তিনি। সে তথ্য দেন তাঁর মেয়ে প্রিয়া। শাহরুখের কারণেই কেকেআর-এর সমস্ত ম্যাচ দেখেন ক্যানসার আক্রান্ত রোগী। মা-মেয়ে দু’জনেই শাহরুখের জন্মদিন পালন করেন কেক কেটে, বাচ্চাদের সঙ্গে নিয়ে।
দেশের সবচেয়ে বড় সুপারস্টার তিনি। তাঁকে দেখতে হাজার হাজার ভক্তদের মাঝে দাঁড়িয়ে থাকতে হয় আমেরিকার অ্যাম্বাস্যাডরকেও। সেই জায়গায় দাঁড়িয়ে শিবানী দেবীর মতন একজন সাধারণ ভক্তের শেষ ইচ্ছে পূরণ করলেন এভাবে! যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে নেট পাড়ায়। উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখের অগণিত ভক্তরাও। তবে শিবানী দেবীর এখন একটাই আশা যদি স্বচক্ষে সামনাসামনি দেখা হয় বলিউডের সুপারস্টারের সঙ্গে। আর তার জন্যই মারণব্যাধি ক্যানসারের সঙ্গে আরও কিছু দিন লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছা তাঁর।
Rudra Narayan Roy
আপনার শহর থেকে (উত্তর ২৪ পরগণা)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cancer Patient, Shah Rukh Khan