অলন্যার বিয়েতে শাহরুখ-গৌরীর নাচে মাতোয়ারা নেটপাড়া, রইল ভিডিও || At Alanya’s wedding, Shahrukh-Gauri’s dance was a internet – News18 Bangla
বমুম্বই: অলন্যা পাণ্ডে বৃহস্পতিবার মুম্বইতে পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে আইভর ম্যাকক্রকে বিয়ে করেন। অভিনেতা শাহরুখ খান এবং তাঁর স্ত্রী ইন্টেরিয়ার ডিজাইনার গৌরী খানের মতো অনেক সেলিব্রিটি চাঙ্কি পান্ডের ভাই চিক্কি পাণ্ডে এবং তাঁর স্ত্রী ডিন পাণ্ডের কন্যা অলন্যার বিয়েতে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানেরই একটি ভিডিওতে দেখা গিয়েছে শাহরুখ এবং গৌরিকে ড্যান্স ফ্লোরে ডিনের সঙ্গে নাচ করতে। এপি ধিল্লনের একটি গানে একসঙ্গে নাচলেন তিনজন।
ডিন-গৌরী-শাহরুখ একসঙ্গে হাত ধরে নাচ ছিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত অলন্যা পাণ্ডে এবং আইভর ম্যাকক্রের বিয়েতে গৌরী সবুজ পোশাকে সেজে উঠেছে ছিলেন, শাহরুখ সেজে ছিলেন সাদা শার্টে ও কালো স্যুটে। অনন্যা পান্ডে এবং অন্যদেরও ব্যাকগ্রাউন্ডে নাচতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন- অস্কার জয়ের আগেই নাকি রামচরণ সেরেছিলেন হলিউড ছবির চুক্তিতে স্বাক্ষর? জানুন
শাহরুখ-গৌরী অলন্যার বাবা-মা চিক্কি এবং ডিন পাণ্ডের পাশাপাশি অভিনেতা চাঙ্কি পাণ্ডে ও তাঁর স্ত্রী এবং ভাবনা পাণ্ডের তাঁরা একে অপরের বন্ধু। এর আগে, গৌরী এবং শাহরুখের মেয়ে সুহানা খানকে মুম্বইতে আলানার প্রাক-বিবাহ উৎসবে দেখা গিয়েছিল। সুহানা বর্তমানে দ্য আর্চিসের সঙ্গে কাজ করছেন, এই অনুষ্ঠানে একটি ঝলমলে শাড়ি পরেছিলেন সুহানা।
আরও পড়ুন- বাঙালি মেয়ে রিয়া জড়িয়ে অস্কারের সঙ্গে, ‘নাটু-নাটু’ বাঙালির হাতেও এনে দিল বিশ্বখ্যাতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Shah Rukh Khan