Weather news: ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জেনে নিন | আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

রবিবারেও বৃষ্টির পূর্বাভাস

গত কয়েকদিন ধরেই কলকাতার আকাশ মেঘলা। শুক্রবার রাতে মরশুমের প্রথম কালবৈশাখী দেখেছে শহর। একাধিক জেলাতেও ঝড়-বৃষ্টি হয়েছে। তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটাই নেমে িগয়েছে। এখন আর সবসময় ফ্যান চালাতে হচ্ছে না। শনিবার রাতেই হালকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা শহর। জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে। রবিবারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত শহরে বর্ষণ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া

শুধু বৃষ্টি নয় ঝোড়ো হাওয়াও বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার এবং শনিবারের পরে রবিবারেও বইবে ঝোড়ো হাওয়া। তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। গুজরাত থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই বৃষ্টি বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবারেও বৃষ্টি থেকে মুক্তির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কোন কোন জেলায় ভারী বৃষ্টি

কোন কোন জেলায় ভারী বৃষ্টি

রাজ্যের ১১জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার দক্ষিণ বঙ্গের ৬ জেলায় হবে ভারী বর্ষণ। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও উত্তর বঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি হবে। কলকাতাতেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। যদিও রবিবার সকালে কলকাতায় হালকা রোদের দেখা মিলেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে আবহাওয়া। মেঘে বাড়বে আকাশে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতায় অবশ্য ভারী বর্ষণের তেমন সম্ভাবনা নেই।

 উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কার্শিয়াংয়েও হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত রাজ্যের প্রায় সর্বত্রই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সোমবারের পর থেকে বদল হতে থাকবে আবহাওয়া। অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়া বদল হতে থাকবে বলে জানা গিয়েছে।

Read also  সর্ষেখেতে গিয়ে চোখ ছানাবড়া কৃষকের, পড়ে থাকা ট্রলি ব্যাগ থেকে বেরিয়ে রয়েছে কাটা হাত-পা

Source link