Weather News: সকাল থেকে মেঘলা আকাশ, ফের কি হবে ঝড়বৃষ্টি? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস | আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ মার্চ থেকে ফের পশ্চিমবঙ্গ জুড়ে তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ মার্চ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই আবহাওয়া চলতে পারে ২১ মার্চ মঙ্গলবার পর্যন্ত। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে তারপরের তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ মার্চ সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই আবহাওয়া চলতে পারে ২১ মার্চ বুধবার পর্যন্ত। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য কিছুটা কমলেও, পরের তিন দিনে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৮.৮)
বহরমপুর (২১.২)
বাঁকুড়া (১৯.২)
বর্ধমান (১৭)
কোচবিহার (১৯.৩)
দার্জিলিং (৮)
কালিম্পং (১১.৮)
দিঘা (২১)
কলকাতা (২০.৭)
দমদম (১৯)
কৃষ্ণনগর (১৭)
মালদহ (২১.৯)
মেদিনীপুর (২০.৩)
শিলিগুড়ি (১৯.৫)
শ্রীনিকেতন (১৯.৬)
সুন্দরবন (১৯)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.৭)
বহরমপুর (৩১)
বাঁকুড়া (২৪.২)
বর্ধমান (৩০)
কোচবিহার (২৯.৯)
দার্জিলিং (১৫.৪)
কালিম্পং (২১)
দিঘা (২৭.৭)
কলকাতা (২৬.৪)
দমদম (২৬.৬)
কৃষ্ণনগর
মালদহ (৩০.২)
মেদিনীপুর (২৫.৪)
শিলিগুড়ি (৩১.৯)
শ্রীনিকেতন (২৫.৪)
সুন্দরবন (২৮.৫)

Read also  student unions clashes each other in east Midnapore college sum – News18 Bangla

Source link