Weather news: আর কয়েক ঘণ্টা! ধেয়ে আসছে প্রবল ঝড়, শিলাবৃষ্টির পূর্বভাস জেলায় জেলায় | আর কয়েক ঘণ্টার মধ্যে জেলায় জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি

ধেয়ে আসছে ঝড়

আর কয়েকঘণ্টার অপেক্ষা। ধেয়ে আসছে ঝড়। গতকালের পর আজও ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকালের কালবৈশাখীর দাপটে হঠাৎ করে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। এখন আর ফ্যানের খুব একটা প্রয়োজন হচ্ছে না। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারও প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৬৪ কিলোমিটার বেড়ে বইবে ঝোড়ো হাওয়া।

সোমবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি

সোমবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম থেকে পূর্ব অক্ষরেখায় রাজস্থান থেকে শুরু করে বাংলাদেশ অব্দি গিয়েছে। যার জেরে ঝাড়খন্ড এবং আমাদের গেঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অব্দি ফলে লাইটনিং আন্ডারস্ট্যান্ড অ্যাক্টিভিটি শিলা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তার জেরে আগামী সোমবার অর্থাৎখ ২০ তারিখ পর্যন্ত এই ঝড়বৃষ্টি চলবে রাজ্যে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই হবে এই বৃষ্টি। এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া। তারসঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কোনকোন জেলায় বৃষ্টি হবে

কোনকোন জেলায় বৃষ্টি হবে

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় জেলাতেই হবে বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
এছাড়া উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলো মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিেয়ছে। শিলাবৃষ্টির কারণে চা বাগানের এবং অন্যান্য ফসলের ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শিলাবৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জায়গা ক্ষতি হয়েছে।

সিকিমে তুষারপাত

সিকিমে তুষারপাত

এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে সিকিমে প্রবল তুষারপাত হয়েছে। যাঁরা এই সময় সিকিমে বেড়াতে গিয়েছেন তাঁদের প্রবল সমস্যায় পড়তে হয়েছে। নর্থসিকিমের একাধিক জায়গায় পর্যটকদের যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম সরকার। ছাঙ্গু লেক, বাবা মন্দির থেকে শুরু করে গুরুদংমার লেক ইউমথাং ভ্যালি সহ একাধিক জায়গায় তুষারপাতের কারণে পারমিট দেওয়া হচ্ছে না পর্যটকদের। কারণ তুষারপাতের কারণে সেখানকার রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

Read also  moto-g31-launching-in-india-on-november-29 know details | আর ২ দিনের অপেক্ষা, বাজারে আসছে Motorola G সিরিজের বাজেট ফোন Moto G31 – News18 Bangla

Source link