Weather News: আজও ঝড়-বৃষ্টিতে ভিজবে শহর, জেলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন | Weather News: কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

West Bengal

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

Weather Update: গুমোট গরমে জেরবার দশা মুহূর্তে কাটিয়ে দিয়েছে কালবৈশাখী। গতকাল রাতে কালবৈশাখীর দাপটে একধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছিল। শুক্রবারেও চলবে ঝড়-বৃষ্টি জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবারেও কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অপিস।

গতকাল রাতে ঝড়-বৃষ্টি হলেও সকাল থেকে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গরমের দাপট বেড়েছে। সকাল থেকে ্ভ্যাপসা গরম জেরবার দশা। তবে বিকেলের পর থেকেই বদলে যাবে আবহাওয়া এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া


শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতই গতকাল সন্ধের পর আকাশ কালো করে মেঘ করে আসে। তারপরেই তুমুল ঝড় শুরু হয় কলকাতা শহরে। বিকেল থেকেই একাধিক জেলায় চলছিল ঝড়-বৃষ্টি। তার দাপটে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। বীরভূমে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল বীরভূমে।

আবহাওয়া

বন্দে ভারত এক্সপ্রেস বেশ কিছুক্ষণ বোলপুর স্টেশনে দাঁড়িয়ে ছিল। গুশকরা স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে িগয়েছিল। প্রায় ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কলকাতা শহরেও ঝড়ের তাণ্ডবের পর ভোগান্তিেত পড়েছিলেন নিত্যযাত্রীরা। অফিস থেেক ফিরতে সমস্যায় পড়তে হয় তাঁদের।

আজই ঝড়-বৃষ্টি চলবে শহরে। শনিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বেলাতে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকলেও বিকেল থেকেই বদলে যাবে আবহাওয়া এমনই পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলছে ঝড়-বৃষ্টি। শুক্রবার উত্তরবঙ্গের িতন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার জেলায় চলবে ঝড়বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি জেলায়। শনিবারেও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Read also  South Dinajpur News: দিনের বেলায় আলো আঁধাড়িতে শহর! ঝেঁপে নামল বৃষ্টি

রবিবার থেকে ফের বাড়বে গরম। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কাজেই রবিবার থেকে ফের গরমের দাপট বাড়বে। আবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

English summary

Weather update news

Source link