WBJEE Result 2023: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, প্রথম মহম্মদ সাহিল আফতাব | জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ২০২৩ সালের কীভাবে দেখবেন তা জানতে ক্লিক করুন
West Bengal
oi-Kousik Sinha

WBJEE Result 2023: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা আনুষ্ঠানিক ভাবে জয়েন্টের ফলাফল ঘোষণা করছেন। উচ্চমাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE 2023 Results) ফলাফল ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
ফলাফলের উপর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ (WBJEE 2023) নির্ভর করে। বিশেষ করে উচ্চশিক্ষায় পড়াশুনার জন্যে জয়েন্টের ফলাফল অনেটাই নির্ভর করে। মলয়েন্দু সাহা জানাচ্ছেন, ৩০৬ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় এবার। অন্যদিকে ১ লক্ষ ২৬ হাজার ৯১৬ জন এবার পরীক্ষার জন্যে আবেদন জানিয়েছিলেন।

তবে পরীক্ষায় ৯৭ হাজার ৯২৪ জন বসেছিলেন বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। এবার ৯৬ হাজার ৯১৩ জন সফল হয়েছেন। গত বছর সংখ্যাটা ছিল ১ লক্ষ ১ হাজার ৪১৩। এবার জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আফতাব। ডিপিএস রুবি পার্কের ছাত্র সে।
ডিপিএস থেকেই এবার দ্বিতীয়। তাঁর নাম সোহম দাস বলে জানা গিয়েছে। সিবিএসসি বোর্ড থেকে দুজনেই এই ফল করেছেন। অন্যদিকে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় থেকে জয়েন্টে তৃতীয় হয়েছেন সারা মুখোপাধ্যায়। ছোট থেকেই বাংলা মিডিয়ামে পড়াশুনা। অন্যদিকে জয়েন্টে এবার সৌহার্দ্য দন্ডপাট চতুর্থ স্থান দখল করেছে।
মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে পড়াশুনা তাঁর। এছাড়াও পঞ্চম স্থানে রয়েছে অয়ন গোস্বামী, ষষ্ঠ স্থানে অরিত্র অম্বুধ দত্ত, সপ্তম স্থানে কিন্তন সাহা, অষ্টম স্থানে সাগ্নিক নন্দী রয়েছেন। নবম এবং দশম স্থানে যথাক্রমে রক্তিম কুণ্ডু এবং শ্রীরাজ চন্দ্র রয়েছেন বলে জানা গিয়েছে।

উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে এবার ৫১ হাজার ৩৪৫ জন জয়েন্টে সফল হয়েছেন। অন্যদিকে ২ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী আইএসসি বোর্ড থেকে এবার জয়েন্ট পাশ করেছেন। অন্যদিকে ১৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী অন্যান্য বোর্ড থেকে পাশ করেছেন। এমনটাই জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে।
আগামী ৩০ জুনের পর থেকে কাউন্সিলিং শুরু হবে। প্রায় ৩৪ হাজার রাজ্যে ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে। তবে এবার কাউন্সিলিং সরলীকরণ করা হচ্ছে বোর্ডের তরফে। এজন্যে একটি বইয়ের প্রকাশ করা হয়েছে। সেই বই পড়ুয়াদের কাছে পৌঁছে যাবে। আর তা ভালো ভাবে পড়ার কথা বলা হয়েছে বোর্ডের তরফে। আর তা পড়ে কাউন্সিলিংয়ে বসার কথা জানানো হয়েছে।

কীভাবে ফলাফল দেখবেন-
প্রথমেই wbjeeb.nic.ইন- ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে
এরপর সাইটটি খুললেই সেটির উপরে ভেসে উঠবে ‘ডব্লুবিজেইই রেজাল্ট ২০২৩’ অপশন। তাতে ক্লিক করতে হবে।
সেখানে বেশ কিছু তথ্য দিতে হবে। আর তা দিয়ে লগ-ইন করতে হবে। আর তা করলেই স্ক্রিনে ফলাফল ভেসে উঠবে। পাশে থাকা প্রিন্ট অপশন থেকে তা ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিতে হবে।
-
জয়েন্টের অ্যাডমিট কার্ড দেখালেই ওঠা যাবে স্পেশাল ট্রেনে! কন্ট্রোল রুম খোলার ঘোষণা ব্রাত্যের
-
জয়েন্টের পরীক্ষার দিন স্পেশাল ট্রেনে উঠতে দেওয়া হোক পরীক্ষার্থীকে, রেলকে চিঠি নবান্নের
-
করোনা পরিস্থিতিতে বাতিল হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স! ১৭ জুলাই হবে পরীক্ষা
-
দুর্গাপুজোয় নেট পরীক্ষা, তৃণমূলের প্রবল আক্রমণে মাথা নোয়াল কেন্দ্র, পরীক্ষার দিন বদল ঘোষণা
-
নিট পরীক্ষাতেও দেদার টোকাটুকি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি! আসল সত্যতা জানুন
-
২৪ ঘণ্টায় ৭০০ কিমি পথ পাড়ি! তাতেও হল না শেষ রক্ষা, ১০ মিনিটের জন্য নিট হাতছাড়া সন্তোষের
-
করোনা বিধি মেনে নিট দিলেন ১৫ লক্ষ পরীক্ষার্থী! কঠোর সতর্কতা মানল এনটিএ
-
মুখ পুড়ল মমতার, সুপ্রিম কোর্টে খারিজ ৬ রাজ্যের নিট ও জেইই পরীক্ষা বাতিলের আর্জি
-
শিয়রে করোনা! চূড়ান্ত হয়রানির শিকার জয়েন্ট পরীক্ষার্থীরা, প্রথম ৩ দিনে অনুপস্থিতির হার ২৫ শতাংশ
-
দিনভর বৃষ্টি, সঙ্গে যানযন্ত্রণা! জয়েন্টের প্রথম দিনে চূড়ান্ত ভোগান্তির শিকার পরীক্ষার্থীরা
-
NEET, JEE পরীক্ষা নিতে এতো মরিয়া কেন মোদী সরকার! উল্টো সুর বিজেপি সাংসদের কণ্ঠে
-
জয়েন্টের ফল প্রকাশিত, প্রথম রায়গঞ্জের সৌরদীপ, দ্বিতীয় দুর্গাপুরের শুভম দে,তৃতীয় কলকাতার শ্রীমন্তী দে
English summary
WB Joint Entrance Exam 2023 result out, 97524 students gave exam