WB HS Results 2023 LIVE: আর কিছুক্ষণে প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল, দেখুন এখানেই
আর কিছুক্ষণ পরেই ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রকাশ করবে চ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক সম্মেলনে মেধাতালিকা প্রকাশ করবে ১২টার সময়। এরপর সাড়ে ১২টার সময় হিন্দুস্তান টাইমস বাংলাতেই দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফল। উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে ক্লিক করুন এখানে। তাছাড়াও রেজাল্ট দেখা যাবে wbresults.nic.in, wbchse.nic.in – ওয়েবসাইটে। উচ্চমাধ্যমিকের ফলাফল সংক্রান্ত যাবতীয় লাইভ আপডেট দেখুন এখানে।
করোনাকালে মাধ্যমিক পাশ করা পড়ুয়ারা এবার উচ্চমাধ্যমিকে বসেছিলেন
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ২০২৩ সালে যাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাঁদের এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা হতে চলেছে। করোনাভাইরাস মহামারীর কারণে তাঁরা ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি। বিশেষ মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে তাঁদের মাধ্যমিকের নম্বর দেওয়া হয়েছিল। পাস করেছিল ১০০ শতাংশ পড়ুয়া। সেই পরিস্থিতিতে এবার উচ্চমাধ্যমিকে পাসের হার কত থাকে, সেদিকে শিক্ষা মহলের বাড়তি নজর আছে।
WB Class 12th Result: কেন মার্কশিট দিতে দের?
দ্রুত ফলপ্রকাশ করা হলেও মার্কশিটের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। তাই দিনের দিন পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে না।