WB HS Result 2023 | South Dinajpur News: Kumarganj’s toto driver’s daughter set an example in higher secondary result 2023
#দক্ষিণ দিনাজপুর: উচ্চ মাধ্যমিকে ৪৯৩ নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করে তাক লাগালেন টোটো চালকের মেয়ে। পারিবারিক অভাব-অনটন সত্ত্বেও সৃজিতা বসাকের এই নম্বরে খুশি পরিবার,পরিজন, গ্রামবাসীরা৷
কুমারগঞ্জ ব্লকের ডাঙারহাট উচ্চ বিদ্যালয় এর ছাত্রী সৃজিতা। বাবা পেশায় টোটো চালক। তবে মেয়েকে উচ্চশিক্ষায় কীভাবে শিক্ষিত করবেন তা ভেবে প্রতিনিয়ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সুজিতবাবু। দীর্ঘদিন ধরে টোটো চালিয়ে সংসারের চাহিদা পূরণ করে আসছেন। তবে এরপর কী হবে, তা ভেবে তাঁরা বেশ হয়রান৷
২৪ মে বুধবার বেলা ১২ টায় সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলাফল ঘোষণা করেন৷ প্রথম স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬৷ এবারের মেধাতালিকায় রয়েছেন ৮৭ জন।
শুভ্রাংশর পরেই দ্বিতীয় স্থানে সুষমা খাঁ, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫৷ সুষমা বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী৷ ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দিতে চান সুষমা৷ সুষমার পাশাপাশি দ্বিতীয় স্থানে বাঁকুড়ার আবু সামা৷ আবু উত্তর দিনাজপুরের রামকৃষ্ণ প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুলের(H.S) ছাত্র৷ তৃতীয় স্থানে আছে তিনজন৷ চতুর্থ স্থানেও আছে তিনজন৷
সুস্মিতা গোস্বামী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Higher Secondary 2023 results