WB Higher Secondary Exam: ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের কবে থেকে শুরু হচ্ছে? বড় ঘোষণা করে জানাল শিক্ষা সংসদ | West Bengal HS Exam 2024 Routine: ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে তা নিয়ে বিস্তারিত জানাল শিক্ষা সংসদ

West Bengal

oi-Kousik Sinha

  • |
Google Oneindia Bengali News

প্রকাশিত হল ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিক ফল প্রকাশ করলেন।

একই সঙ্গে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (WB Higher Secondary Exam 2024) কবে তাও জানিয়ে দিলেন। পাশাপাশি একাদশ শ্রেনির পরীক্ষা নিয়েও বার্তা দিল শিক্ষা সংসদ। চিরঞ্জীব ভট্টাচার্যের ঘটনা অনুযায়ী, ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। আর তা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের কবে থেকে শুরু হচ্ছে?

মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এবার অনেকটাই এগিয়ে এসেছে। এই বছর অর্থাৎ ২০২৩ সালে ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসের মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে বলে দেখা যাচ্ছে।

তবে কোনদিন কি পরীক্ষা তা এখনও জানানো হয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। তা সংসদের ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়েও বদল করা হয়েছে। মূলত সকাল ১০ টা থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়।

আর তা চলে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। তবে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২টা থেকে। আর তা দুপুর ৩টে ১৪ পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। অন্যদিকে একাদশ শ্রেনির পরীক্ষা নিয়েও বড় ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের কবে থেকে শুরু হচ্ছে?

তাঁর কথা অনুযায়ী, একাদশ শ্রেনির পরীক্ষা স্কুলগুলি নিতে পারবে। এমনকি খাতাও তারা দেখতে পারবেন। তবে একটা নির্দিষ্ট সময়ে উচ্চ মাধ্যমিকের নির্দিষ্ট ওয়েবসাইটে ফলাফল আপলোড করতে হবে বলে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসার কারণ লোকসভা ভোট মনে করা হচ্ছে।

Read also  Pm Modi in Bangladesh: গন্তব্য ওরাকান্দি, মতুয়া মন জয়ে শান্তনুকেও বাংলাদেশের সফরসঙ্গী করলেন মোদি!

২০২৪ সালে লোকসভা নির্বাচন রয়েছে। মার্চ-এপ্রিল মাসে তা হতে পারে। সেজন্যেই সম্ভবত পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এই বছর ৮২৪৮৯১ জন পরীক্ষা দিয়েছেন। ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন এই বছর পাশ করেছেন। উচ্চ মাধ্যমিকের পাশের হার ৮৯.২৫ শতাংশ।

ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। তবে আগামী বছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

English summary

2024 higher secondary routine announced

Source link