Suvendu Adhikari | Karmatirtha: সরকারি ‘কর্মতীর্থ’ নাকি হয়ে উঠবে বোমা-বন্দুকের মজুতঘর! বিরাট আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দু অধিকারীর – News18 Bangla

কলকাতা: মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজ্য সরকারের বিরুদ্ধে নয়া অভিযোগের বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী দল পাঠানো এবং সিএজি অডিটের আর্জি জানিয়ে কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানির হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু। সোশ্যাল মিডিয়ায় শাসকদল ও সরকারের বিরুদ্ধে সরব হয়ে সরকারি নথি সহ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট লিখলেন তিনি৷

শুভেন্দু অধিকারী লেখেন, ‘সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মাল্টি-সেক্টোরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এমএসডিপি) অধীনে বরাদ্দ করা কেন্দ্রীয় সরকারের তহবিল ব্যবহার করে পশ্চিমবঙ্গ সরকার ঘটা করে “কর্মতীর্থ” নাম দিয়ে রাজ্যে একটি প্রকল্প চালু করেছিল যেটি বর্তমানে ফ্লপ। এই প্রকল্পের অধীনে গোটা রাজ্য জুড়ে দোকান/স্টল তৈরি করা হয়েছে৷ যার ৮১০ টির কোনওটিতেই ক্রেতা নেই এবং সেগুলি বর্তমানে খালি পড়ে আছে, যার প্রমাণ নীচে দেওয়া চিঠিটি।’’

Published by:Satabdi Adhikary

First published:

Tags: Karmatirtha, Suvendu Adhikari



Source link

Read also  বিচারপতির এক সাক্ষাৎকারেই তিমিরে ডুববে নিয়োগ দুর্নীতি মামলা! বাড়ছে আশঙ্কা | Only an interview spread darkness in recruitment corruption