Students Clash in Balurghat College over giving ID cards
দক্ষিণ দিনাজপুর: ছাত্রদের আইডি-কার্ড দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বালুরঘাট কলেজে। আইডি-কার্ড দেওয়ার ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিশেষ সুযোগ-সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে দুই ছাত্র। আর তাতেই শাসকদলের ছাত্র সংগঠনের রোষের মুখে পড়ে তারা। অভিযোগ, ওই দুই ছাত্রের মুখ বন্ধ করতে তাদের ব্যাপক মারধর করা হয়। আহত ছাত্রদের মধ্যে একজন আবার ডিএসও-র সদস্য। বৃহস্পতিবার দুপুরে কলেজের মধ্যেই গোটা বিষয়টি ঘটেছে বলে সূত্রের খবর। এই ঘটনার পর আক্রান্ত দুই ছাত্র সহ বাকিরা শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে কলেজ চত্বরে বিক্ষোভ দেখায়।
আরও পড়ুন: দুই বড় পরীক্ষায় ‘এডুকেশনাল হাব’ বাঁকুড়ার ফাটাফাটি সাফল্য
সূত্রের খবর, বালুরঘাট কলেজের প্রথম সেমিস্টারে দুই হাজার পড়ুয়া আছে৷ বুধবার থেকে কলেজের এই নতুন পড়ুয়াদের আইডি-কার্ড দেওয়া শুরু হয়৷ আগামী ১ জুন পর্যন্ত পড়ুয়াদের মধ্যে পরিচয় পত্র বিলির কাজ চলবে। বৃহস্পতিবার সকাল থেকে আইডি কার্ড নেওয়ার জন্য বহু ছাত্র লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল। অভিযোগ, লাইনের সামনে দাঁড়ানো সাধারণ ছাত্র ছাত্রীদের টপকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বেছে বেছে আগে আইডি কার্ড দেওয়া হয়।
এই ঘটনার প্রতিবাদ করে দুই ছাত্র। এরপরই তাদের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মারধর করে বলে অভিযোগ। যদিও ওই ছাত্রদের মারার কথা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এই প্রসঙ্গে বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু বলেন, আইডি কার্ড নেওয়াকে কেন্দ্র করে একটা ধাক্কাধাক্কি হয়েছিল৷ বিষয়টি জানতে পেরে দ্রুত মীমাংসা করে দেন। তবে মারধরের ঘটনা কিছু ঘটেনি বলে দাবি অধ্যক্ষের।
সুস্মিতা গোস্বামী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: College