South Dinajpur News: দিনের বেলায় আলো আঁধাড়িতে শহর! ঝেঁপে নামল বৃষ্টি

দক্ষিণ দিনাজপুর: দিন না রাত? দিনের বেলা এমন অন্ধকার ঘনিয়ে আসাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় শহরবাসীর মধ্যে। দীর্ঘ তাপদহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল দক্ষিণ দিনাজপুর জেলা জুরে।
মঙ্গলবার দুপুর ১:৩০ নাগাদ বালুরঘাট শহর জুড়ে সন্ধ্যে নেমে আসে। এই দিন দুপুরবেলা পথ চলতি চারচাকা কিংবা দুই চাকা যানবাহন চালকরা রীতিমতো আলো জ্বালিয়ে যেতে হচ্ছে।

হঠাৎ করে এমন ভর দুপুরে অন্ধকার নেমে আসাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কিত হয়ে পরেন সকলে। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল আগামী চার দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া বইবে জেলাতে।

দীর্ঘদিন পর এমন বৃষ্টি হওয়াতে খুশির হাওয়া জেলার কৃষকদের মধ্যে।বৃষ্টি না হওয়ার কারণে একদিকে যেমন পাট চাষী থেকে শুরু করে সবজি চাষিরা দীর্ঘদিন ধরে বিপাকে পরে।এই বৃষ্টি হওয়াতে চাষের ক্ষেত্রে অনেকটাই উপকারী হবে বলে জানা যায়।

জেলা আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা যায়, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। ২৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়, এছাড়া প্রায় ৪৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ো হাওয়া বয় জেলা জুড়ে।

সুস্মিতা গোস্বামী

Published by:Arjun Neogi

First published:

Tags: South Dinajpur News, West bengal weather update

Source link

Read also  Weather alert: তীব্র গতিতে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি! জেলায় জেলায় সতর্কবার্তা, মিলবে স্বস্তি?