South 24 Parganas News: এরাই বংশপরম্পরায় বাঁচিয়ে রেখেছে হারিয়ে যেতে বসা পুতুল নাচকে

দক্ষিণ ২৪ পরগনা: পুতুল নাচ বাংলার নিজস্ব ঐতিহ্যবাহী শিল্প। এই শিল্পকলার জন্ম সম্পূর্ণভাবে নদী-খাল-বিল ঘেরা এই বাংলার জমিতে। একসময় বড় মাঠে মঞ্চ বেঁধে পুতুল নাচের একের পর এক হিট শো হতো, গোটা মাঠ উপচে পড়তো তা দেখার জন্য। গ্রাম বাংলার অন্যতম প্রধান বিনোদন ছিল এই পুতুল নাচ। এমনকি কলকাতা শহরের বুকেও বিখ্যাত সব প্রেক্ষাগৃহে দিনের পর দিন শো হয়েছে। সামাজিক পালা থেকে শুরু করে দেব-দেবীদের আখ্যান, পুতুল নাচের মধ্য দিয়ে নানান কিছু উঠে আসতো মানুষের সামনে। কিন্তু আধুনিক প্রযুক্তির হাত ধরে বিনোদনের ধরন বদলেছে। মানুষ সকলের সঙ্গের বদলে এখন একা বিনোদন উপভোগ করতে পছন্দ করছে। আর তার প্রভাবেই হারিয়ে যেতে বসেছে পুতুল নাচ।

আরও পড়ুন: হাতে তরোয়াল মাথায় পাগড়ি, দেখাচ্ছে নানা কারসাজি! আজকের প্রজন্ম ভুলতে বসেছে এই খেলনা

সাধারণত বংশ পরম্পরায় পুতুল নাচের শিল্পীরা এর সঙ্গে জড়িয়ে থাকেন। দাদু-বাবার সেই ঐতিহ্য আজ বেঁচে আছে নাতনি সরস্বতী মণ্ডলের হাত ধরে। আজও জেলা, রাজ্য ও বিদেশের মাটিতে এই পুতুল নাচকে বাঁচিয়ে রেখেছে তিনি। পুতুল নাচের সেই জনপ্রিয়তা আজ আর নেই কিন্তু হাল ছাড়তে নারাজ শিল্পী।

পুতুল নাচ সাধারণত তিন-চার ধরনের দেখা যেত। কখনও তারের পুতুল আবার কখনও লাঠি পুতুল। কিছু ক্ষেত্রে ছায়া বা বেনি পুতুলের নাচ‌ও দেখা যেত। তবে বেশিরভাগ ক্ষেত্রে লাঠি পুতুলের নাচ‌ই দেখতে পাওয়া যেত। এই পুতুল নাচ বিলেতে আবার পাপেট থিয়েটার নামে বিখ্যাত ছিল। তবে স্রোতের বিপরীতে গিয়ে বংশ-পরম্পরা এই ঐতিহ্য বজায় রাখার চেষ্টা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

সুমন সাহা

Published by:kaustav bhowmick

First published:

Read also  অভিনেত্রী শ্রাবন্তীকে নোংরা মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার বাংলাদেশি যুবক

Tags: South 24 Parganas news

Source link