Snowfall: পাহাড়জুড়ে শিলাবৃষ্টি! বরফে ঢাকল সান্দাকফু, সে দৃশ্য ভোলার নয়
দু’দিন আগে পূর্ব সিকিম জুড়ে ছিল ব্যাপক তুষারপাত। আর আজ গ্যাংটক, নামচি, প্যাকিয়ং, মঙ্গন, টেডংয়ে ব্যপক শিলাবৃষ্টি। মূহূর্তেই চারপাশ সাদা আর সাদা। দূর থেকে দেখলে মনে হবে যেন সাদা বরফের চাদরে মোড়া পাহাড়ি পথ!