shoot out at shitalkuchi cooch behar – News18 Bangla

শীতলকুচি: অপরাধিকে গ্রেফতার করতে গিয়ে চলল গুলি। উত্তপ্ত শীতলকুচি ব্লকের নগর নেপরা গ্রাম। বুধবার রাতে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শীতলকুচি থানার পুলিশের কাছে খবর আসে লাল মিঞা নামে এক কুখ্যাত দুষ্কৃতী বাড়ি ফিরেছে। তাঁর বিরুদ্ধে গুলি চালানো-সহ একাধিক মামলা রয়েছে।  খবর পাওয়ার মাত্রই শীতলকুচি থানার পুলিশ পৌঁছে যায় আজিজুল মিঞা ওরফে লাল মিঞার বাড়ি। ঘেরাও করে ফেলা হয় আজিজুলের গোটা বাড়ি।

পুলিশ ঘরের দরজায় ধাক্কা মারতেই লাল মিঞা ও তার এক সঙ্গী ঘরের পিছনে দরজা দিয়ে বেরিয়ে প্রাচীর টপকে বাইরে আসে। পুলিশের জালে পড়েছে বুঝতেই এলোপাথারি  গুলি চালাতে থাকে। পাল্টা শীতলকুচি থানার পুলিশও গুলি চালাতে বাধ্য হয়। পুলিশ মোট ৬ রাউন্ড গুলি চালিয়েছে।  রাতে এলাকা অন্ধকার থাকায় আজিজুল মিঞা  পালিয়ে যাওয়ার সুযোগ পায়।

পুলিশ সূত্রে জানা যায়, গুলির যুদ্ধের পরও শীতলকুচি থানার পুলিশ হাল ছাড়েনি। রাত থেকেই লাল মিঞার বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ।  লাল মিঞার স্ত্রী আলমা বিবি ও  মেয়ে আলপনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের দুজনকে মাথাভাঙা মহকুমার আদালতে পেশ করা হয়। মাথাভাঙা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, ” শীতলকুচির ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। ইতিমধ্যে আজিজুল মিঞা-সহ তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা  রুজু করে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে এলাকা শান্ত। উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূল অভিযুক্তর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত তাকে গ্রেফতার করা হবে।”

Sarthak Pandit

Published by:Rukmini Mazumder

First published:

Tags: North bengal news

Read also  ধেয়ে আসছে ভয়ংকর 'বিপর্যয়'! ঝড়ের হাত ধরে বাংলায় কি বর্ষা এগিয়ে আসছে? cyclone Biparjoy Depression over Arabian Sea Exceptionally warm Arabian Sea weak monsoon onset

Source link