People here are suffering from lack of drinking water for a long time

কোচবিহার: দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে আছে পানীয় জলের রিজার্ভার। ফলে বামনহাট বাজারে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সঙ্কট। প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। এবার তাই বাধ্য হয়ে বাজারের বিক্রেতা ও স্থানীয় মানুষ পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের একটাই আর্জি, দ্রুত বামনহাট বাজারের পানীয় জলের সমস্যার সমাধান করা হোক।

স্থানীয় বাসিন্দা অশোক সাহা বলেন, বামনহাট বাজার এলাকায় একটিই মাত্র জলের রিজার্ভার রয়েছে। তবে দীর্ঘদিন ধরে সেটি বিকল হয়ে পড়ে আছে। ফলে স্থানীয়দের দুর্ভোগ চরমে উঠেছে। আগেও একবার সংস্কার করা হয়েছিল এই রিজার্ভারটি। কিন্তু রাতের অন্ধকারে কল এবং যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় সেটি আবার বিকল হয়ে পড়েছে।

আরও পডুন: চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে জলের সমস্যা, আর ধৈর্য রাখতে পারলেন না স্থানীয়রা

এলাকার মানুষ জানিয়েছেন, বামনহাট বাজারের প্রতিদিন বহু মানুষ আসেন। গরম পড়ছে। তাঁদের কথা ভেবে অন্তত দ্রুত রিজার্ভারটির সংস্কার করা হোক। তবে প্রশাসনের পক্ষ থেকে কবে এই রিজার্ভার্টি সংস্কার করা হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

সার্থক পণ্ডিত

Published by:kaustav bhowmick

First published:

Tags: Coochbehar News, Water Problem

Source link

Read also  ১৫ তারিখ থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত, Weather will change from 15 March in all districts