North 24 Parganas News: এখানে ইংরেজ সাহেবরা এসে তুফান তুলতেন গেলাসে! ইতিহাসের সেই স্মৃতি বুকে সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে ধান্যকুড়িয়া গাইন গার্ডেন
প্রায় দেড়শো বছর আগে বসিরহাট-বেড়াচাঁপার টাকি রোডের ধারে ‘গাইন’ দুর্গের আদলে বিশাল এই স্থাপত্য গড়ে তোলেন ধান্যকুড়িয়ার পাট ব্যবসায়ী মহেন্দ্রনাথ গাইন।
Source link