man with huge amount of fake currency arrested – News18 Bangla

#ঝাড়গ্রাম: স্থানীয় যুবকদের কাজে লাগিয়ে ঝাড়গ্রাম শহরে জাল নোটের কারবার করার চেষ্টা করছিল একদল অসাধু মানুষ। ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার গোপন সূত্রে খবর পেয়ে কড়া নজরদারি চালাচ্ছিলেন। শেষমেষ ঝাড়গ্রাম শহর লাগোয়া অঞ্চল থেকে ২ যুবকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২০০০ আর ৫০০ অঙ্কের জাল নোট। ঘটনাটি ঝাড়গ্রাম থানার কাশিয়া বাইপাস এলাকায়।

পুলিশ জানিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম শেক মহিম এবং মানব মজুমদার ওরফে রাহুল। শেক মহিমের বাড়ি কাশিয়া এলাকায়, রাহুলের বাড়ি রাধানগর গ্রামে। ধৃত ব্যক্তিদের কাছ থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ধৃত ব্যক্তিদের ঝাড়গ্রাম  আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাশিয়া এলাকায় ২ যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিশ পাকযাও করে জেরা করতে শুরু করে। কথায় অসঙ্গতি মিললে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ধৃত ব্যক্তিদের কাছ থেকে ২০ টি  ২ হাজার টাকা ও ৫ টি পাঁচশো টাকার জাল নোট অর্থাৎ মোট ৪২ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন। এর আগেও পুলিশ বেশ কয়েকজনকে জাল নোট-সহ গ্রেফতার করেছিল।

Published by:Rukmini Mazumder

First published:

Tags: Jhargram

Source link

Read also  বৃহস্পতিতে বিধানসভা ভোটের ফল ঘোষণা ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে Assembly Election result to be declared in Tripura, Nagaland and Meghalaya