Malda News: মিলবে যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা, মালদহ-সুরাট সাপ্তাহিক এক্সপ্রেসে বিশেষ ব্যবস্থা রেলের
#মালদহ: যাত্রী সুরক্ষা থেকে নিরাপত্তা এমনকি ট্রেনের পরিষেবা আরও বেশি ভাল করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে একাধিক দূরপাল্লার ট্রেনে উন্নত প্রযুক্তি কোচ লাগানো হচ্ছে। রেলের মালদহ ডিভিশনের পক্ষ থেকেও বেশ কিছু ট্রেনে এলএইচবি কোচ লাগানো হয়েছে।
মালদহ ডিভিশনের আরো একটি ট্রেনে এই এলএইচবি কোচ লাগানো হল।অত্যাধুনিক ট্রেনের কোচ লাগানো হল সাপ্তাহিক সুরাত এক্সপ্রেসে। যাত্রী সুরক্ষা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আধুনিক এই কামরায়।শনিবার থেকেই সাপ্তাহিক মালদহ- সুরাট ট্রেনের কামরা পরিবর্তন করা হল। অত্যাধুনিক কামরায় চলবে মালদহ- সুরাট এক্সপ্রেস ট্রেনটি। প্রতি শনিবার মালদহ থেকে চলে ট্রেনটি।
আরও পড়ুন – Vande Bharat Express: ১৬ টি কোচ শীতাতপ নিয়ন্ত্রিত, খানাপিনা একেবারে খাস,কবে চাপছেন বন্দে ভারতে
৩১ ডিসেম্বর নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ট্রেনটিকে। এই কামরাগুলি যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।রেলের জনসংযোগ অফিসার রুপা মন্ডল জানিয়েছেন, সাপ্তাহিক মালদহ-সুরাট ট্রেনে লাগানো হয়েছে অত্যাধুনিক কামরা। যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে পরিবর্তন করা হয়েছে কামরাগুলি। ১১০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ছুটবে ট্রেনটি। আগের তুলনায় অনেক আনন্দদায়ক যাত্রা অনুভব করতে পারবেন যাত্রীরা।
আরও পড়ুন – Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনার পোর্টাল থেকে নাম উধাও,পঞ্চায়েতে তাদের লাগিয়ে বিক্ষোভ বাসিন্দাদের
আগামীতে এই ট্রেনের এসি কামরা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে মালদহ রেল ডিভিশনের।মালদহ রেল ডিভিশনের সুত্রে জানা গিয়েছে, বর্তমানে ট্রেনটিতে ২০ টি বগি রয়েছে। তারমধ্যে আটটি এসি। তবে আগামী এপ্রিল মাস থেকে এই ট্রেনে ২১ টি বগি লাগানো হবে। বাড়ানো হবে এসি বগির সংখ্যা। এপ্রিল থেকে এই ট্রেনে মোট ১৩ টি এসি বগি থাকবে। তারমধ্যে দুইটি ইকোনমিক ক্লাস। বাকি আটটি সাধারণ স্লিপার বগি।
Harashit Singha
আপনার শহর থেকে (মালদহ)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, West bengal