Mahdipur land port of Malda was opened

মালদহ: করোনার প্রথম ঢেউয়ের সময় বন্ধ হয়ে যায় মহদিপুর স্থলবন্দরের চেকপোস্ট। গত তিন বছর ধরে এটি বন্ধ হয়ে পড়েছিল। ফলে এপারের মালদহের বিস্তীর্ণ এলাকার মানুষ এবং ওপারে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ মত এলাকার বাসিন্দাদের সীমান্ত পারাপারে ব্যাপক সমস্যা হচ্ছিল। অনেক দিনই দুই বাংলার মানুষ দাবি তুলছিল এই সীমান্ত চেকপোস্টটি খুলে দেওয়া হোক। অবশেষে সেই দাবি পূরণ হল। খুলে দেওয়া হল মহদিপুর স্থলবন্দরের চেকপোস্ট। ফলে ভারত ও বাংলাদেশের মানুষ এবার আগের মতই এখান দিয়ে সীমান্ত পারাপার করতে পারবে।

এই চেকপোস্টি গত তিন বছর ধরে বন্ধ থাকায় দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেই সঙ্গে বাংলাদেশের বহু মানুষ এই চেকপোস্ট দিয়ে ভারতে আসতেন চিকিৎসার কারণে। তাঁরাও সমস্যার মুখে পড়ছিলেন। দুই বাংলার ব্যবসায়ী ও সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই বৃহস্পতিবার দুপুরে এই স্থলবন্দরটি আবার খুলে দেওয়া হয়।

আরও পড়ুন: গঙ্গাকে দূষণমুক্ত করতে এবার আসরে কায়াক নৌকা

ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর স্থলবন্দরের প্রবেশদ্বারের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যাত্রী যাতায়াতের জিরো পয়েন্টে দুই দেশের আধিকারিক ও আমদানি ও রফতানিকারকদের মধ্যে বৈঠকের পর পাসপোর্ট নিয়ে যাতায়াত করার জন্য যাত্রী সুবিধার্থে খোলা হয় স্থলবন্দর। উপস্থিত ছিলেন ভারতের ডেপুটি কমিশনার মনোজ কুমার, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক, বাংলাদেশের ইনপোর্টার আব্দুল ওয়াহাব সহ অন্যান্য আধিকারিক ও আমদানি-রপ্তানিকারকরা। এই গুরুত্বপূর্ণ চেকপোস্টটি আবার খুলে যাওয়ায় খুশি দুই বাংলার মানুষ।

হরষিত সিংহ

আপনার শহর থেকে (মালদহ)

Published by:kaustav bhowmick

First published:

Source link

Read also  Tripura Elections 2023: ত্রিপুরা জিততে 'নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার' দাবি মানিকের, 'রেকর্ড হারে ভোটে'-র আর্জি মোদীর