KMC: সম্পত্তি মিউটেশনের জন্য বাড়িতে গিয়ে নাগরিকদের তৎকাল পরিষেবা দেবে কলকাতা পুরসভা

সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রে বড় পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। অনেকে আছেন যারা কাজে ব্যস্ত থাকার কারণে এই কাজের জন্য বার বার পুরসভায় আসতে পারেন না। আবার বয়স্ক নাগরিকদের পক্ষেও তা সম্ভব হয়ে ওঠে না। তাদের কথা ভেবে এবার সম্পত্তি মিউটেশনের জন্য তৎকাল পরিষেবা চালুর পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। এরফলে বাড়িতে পৌঁছে যাবেন পুরসভার আধিকারিকরা। সম্পত্তির মিউটেশন ছাড়াও ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতিতে কর রূপান্তর করার ক্ষেত্রেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে প্রস্তাবটি মেয়রের সামনে রাখা হয়েছে। তাতে সম্মতি জানিয়েছেন মেয়র। দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়ন করতে তিনি আগ্রহ দেখিয়েছেন।

পুরসভার একজন আধিকারিকের মতে, কর্মব্যস্ত, বয়স্ক এবং অসুস্থ নাগরিকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করার চিন্তাভাবনা করা হয়েছে। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, বাড়িতে বাড়িতে গিয়ে এই পরিষেবা প্রদানের জন্য পুরসভার কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর জন্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের হোয়াটসঅ্যাপ নম্বর জানানো হবে। এর সাহায্যে নাগরিকরা বিশেষ করে যারা পরিষেবা চান তারা যোগাযোগ করতে পারবেন। একজন নাগরিককে যা করতে হবে তা হল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপর আধিকারিক একজন পুরকর্মীকে প্লট, বাড়ি বা ফ্ল্যাটের মিউটেশন করতে চাওয়া ব্যক্তির বাসভবনে পাঠাবেন এবং প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। নথিগুলি খতিয়ে দেখার পরে পুরকর্মীরা বাড়িতে গিয়ে মিউটেশন সার্টিফিকেট প্রদান করবেন এবং ফি আদায় করবেন।

অন্যদিকে, বর্তমান কর কাঠামো থেকে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতিতে পরিবর্তনের ক্ষেত্রেও একজন পুরকর্মীকে আবেদনকারীর কাছে পাঠানো হবে। ওই পুরকর্মী ফর্ম পূরণের জন্য সাহায্য করবেন।

পুরসভার বাজারের ব্যবসায়ীদেরও পরিষেবাটি দেওয়া হবে। যারা মালিকানা পরিবর্তনের পরে তাদের দোকানের মিউটেশন করাতে চান তাঁরাও এই পরিষেবা পাবেন। পরবর্তী সময়ে জন্ম ও মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রেও এই পরিষেবা চালু করার কথা ভাবছে কলকাতা পুরসভা।

Read also  ঝড়-বৃষ্টির পর কনকনে শীতের কামড় পাহাড়ে, দার্জিলিংয়ের এই রূপ আপনি কখনও দেখেছেন কি – News18 Bangla

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link