Kalboishakhi: মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী বাংলা! প্রবল বৃষ্টি শহরজুড়ে | কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর দাপট

ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়

গত কয়েকদিন ধরেই ক্রমশ গরম বাড়ছিল। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হু হু করে চড়ছিল তাপমাত্রার পারদ। এই অবস্থায় কার্যত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর হাওয়া অফিস। এমনকি কয়েকটি জায়গাতে বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়। শুধু তাই নয়, কলকাতাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় হাওয়া অফিসের তরফে। জানানো হয়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিন এমন পরিস্থিতি জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

মরশুমের প্রথম কালবৈশাখী

মরশুমের প্রথম কালবৈশাখী

শুধু কলকাতাই নয়, হাওড়া এবং দুই ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। সেই মতো প্রবল বৃষ্টির শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝড়ো হাওয়াও। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কালবৈশাখীর দাপটের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে নদিয়া, পূর্ব বর্ধমানের কালনাতে ব্যাপক ঝড়-বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। এমনকি শিলাবৃষ্টিও হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও পুরুলিয়া, বর্ধমান, মেদিনীপুর, হুগলিতেও বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি। এমনকি হতাহতেরও খবর নেই।

খোলা হল কন্ট্রোল রুম

খোলা হল কন্ট্রোল রুম

প্রবল ঝড়-বৃষ্টির জেরে একাধিক জায়গাতে ইতিমধ্যে জল জমে গিয়েছে। বিশেষ করে শহরতলির বিভিন্ন অংশে জল জমার খবর সামনে আসছে। অন্যদিকে ঝড় বৃষ্টিতে সতর্ক বিদ্যুৎ দফতর। ইতিমধ্যে সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুমের ফোন নম্বর
৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪

এক নজরে উত্তরবঙ্গ

এক নজরে উত্তরবঙ্গ

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ মার্চ শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ১৮ ও ১৯ মার্চ এর প্রকোপ কমবে। ১৭ মার্চ কোনও কোনও জায়হায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে আবহাওয়া দফতরের তরফে ১৬ মার্চ উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ এদিন শিলাবৃষ্টি হতে পারে। সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

Read also  How to get Benefit of Lakshmir Bhandar and other benefits by New App introduced by Abhishek Banerjee know details here| লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী! 'দিদির দূত'-অ্যাপে কি মিলবে সরকারি প্রকল্পের টাকা? কী সুবিধে পাবেন, জানুন! – News18 Bangla

Source link