Kalbaisakhi Digha: কালবৈশাখীতে এ কী রূপ দিঘার! লন্ডভন্ড চারিদিক, চূড়ান্ত সতর্ক পর্যটকরাও! দেখুন সেইসব ছবি…

দিঘা: মরশুমের প্রথম কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড দিঘার রামনগর এগরা সহ কাঁথি ও তমলুকের বিস্তীর্ণ অঞ্চল! চৈত্রের শুরুতে কালবৈশাখীর মুখে বাংলা। হঠাৎ কালবৈশাখীর ঝড়। ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত জেলার রামনগর ও এগরা ১ নম্বর ব্লক এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার বিকালে প্রবল ঝড়, সঙ্গে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এগরা ১ নম্বর ব্লকের কামারডিহা, কুদি, অলংগিরি এলাকা। ক্ষতি হয়েছে রামনগরের মৈতনা সহ বিভিন্ন এলাকা।

Source link

Read also  Suvendu Adhikari: হটুগঞ্জের পাল্টা হাজরা! মমতা-অভিষেকের খাসতালুকে আজ সভা শুভেন্দুর