Junior karate championship team returned to Berhampore after winning medals in Bangladesh – News18 Bangla
#মুর্শিদাবাদ: ওপার বাংলাতে বাংলার জয়জয়কার। বাংলাদেশে আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা, রূপো ও ব্রোঞ্জ জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছে মুর্শিদাবাদের এক ৭ বছর বয়সী শিশু সহ মোট সাতজন কিশোর কিশোরী।
গত ২৮ ও ২৯ শে ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকা সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (B.K.S.P.) এর ব্যবস্হপনায় ও বাংলাদেশ গোজু রিয়ু ক্যারাটে ফেডারেশনের তত্বাবধানে আয়োজিত হয়েছিল “মুক্তিযোদ্ধা শহীদ আহসানউল্লাহ মাষ্টার ইন্টারন্যাশনাল বি.জি.ক্যারাটে চাম্পিয়নশিপ 2022”, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশ হিসেবে উপস্থিত ছিল ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও আয়োজক বাংলাদেশও। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
আরও পড়ুন – ঘণ্টায় ১২০ কিমি! বন্দে ভারতের ঝড়ের গতিতে মুগ্ধ যাত্রীরা
সেখানেই মুর্শিদাবাদ জেলার ডোমকল ক্যারাটে আ্যসোসিয়েশনের সেনসাই মাহাতাব শেখের প্রশিক্ষণে সাতজন ক্ষুদে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।সপ্তমবর্ষীয় বালক বিভাগের “কাতা ” ইভেন্টে একমাত্র স্বর্ণপদক বিজয়ী হয় ডোমকলের রোমান রেজ এছাড়াও ওই শাখার সপ্তম,একাদশ ও দ্বাদশ বর্ষীয় বালক বিভাগে “কাতা ” ও “কুমিতে ” ইভেন্টে একটি করে সিলভার ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে জান্নাতুল নাঈম সেখ, তানিশ আকতার ও মারুফ ইখতিয়ার নামের তিন প্রতিযোগী।
আরও পড়ুন – Horoscope 2023: নতুন বছরে এই রাশিদের জীবনে বড় বদলের ইঙ্গিত, আপনার জীবনেও কি হবে ওলটপালট, রইল রাশিফল
ব্যক্তিগত দশম ও ত্রয়োদশ বর্ষীয় বালিকা বিভাগের “কাতা ” ও “কুমিতে ” ইভেন্টে দুটি করে সিলভার ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে ইসলামপুরের অন্বিতমা বিশ্বাস ও ভূমিকা দেবনাথ । রানীনগরের রেহান আলী “কাতা ” ও “কুমিতে”-তে একটি সিলভার ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আজ তারা দেশে ফিরছে। ডোমকল ইসলামপুর ও রানীনগরের মত প্রান্তিক এই জনপদের শিশু-কিশোরদের সাফল্যে জেলাবাসী সহ দেশ গর্বিত।
Kaushik Adhikary
আপনার শহর থেকে (মুর্শিদাবাদ)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampore, Murshidabad