inquiry committee has been directed to submit a report within seven days in fire case of Malda Municipality Market
মালদহ: নেতাজি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের বিশেষ তদন্ত কমিটি গঠন করল জেলা প্রশাসন। আগামী সাত দিনের মধ্যে ওই তদন্ত কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বুধবার ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক দল। যে গোডাউনে প্রথম আগুন আগুন ধরেছিল সেখান থেকে তাঁরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। এদিকে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: এখানে ইংরেজ সাহেবরা এসে তুফান তুলতেন গেলাসে! ইতিহাসের সেই স্মৃতি বুকে সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে ধান্যকুড়িয়া গাইন গার্ডেন
বুধবার সকালের পর মালদহের ইংরেজবাজার শহরের নেতাজি পুর মার্কেটে অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও এখনও আতঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। ওই মার্কেটের ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, কার্বাইড মজুত রাখার লাইসেন্স ছাড়াই পুর বাজারে ব্যবসা করছিলেন অভিযুক্ত ব্যবসায়ী। শুধুমাত্র পুরসভার ট্রেড লাইসেন্স নিয়েই একাধিক ব্যবসায়ী কার্বাইড বিক্রি ও মজুতের ব্যবসা করে বলেও অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সাত সকালে কার্বাইড মজুত করার সময় নেতাজি পুর বাজারের একটি গোডাউনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। কার্বাইডের গোডাউন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বাজির দোকানে। এই অগ্নিকাণ্ডে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বাজারের ২০ টি দোকান পুড়ে গিয়েছে।
এদিকে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, আমি মার্কেটে গিয়েছিলাম। পরিদর্শন করেছি। মৃত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করলাম। সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে।
হরষিত সিংহ
আপনার শহর থেকে (মালদহ)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।