IMD: Weather Report | সন্ধে গড়াতেই সব তোলপাড়, লন্ডভন্ড! জোড়া কালবৈশাখী ফালাফালা করে দিল কলকাতা-দমদমকে
গতকালের কালবৈশাখীর পর কাঁটা হয়ে আছে গোটা রাজ্য। ঝড়-বৃষ্টিতে বড় রকমের ক্ষতি হয়েছে বেশ কয়েকটি জেলায়। এরইমধ্যে আজও রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।