higher secondary student committed suicide after failure in exam – News18 Bangla
জলপাইগুড়ি: ‘উচ্চ মাধ্যমিকে পাশ করতে না পারলে, সম্পর্ক থাকবে না’, প্রেমিকাকে এমনই শর্ত দিয়েছিল প্রেমিক! তার ফল-ই হল মর্মান্তিক! প্রেমিকের শর্ত পূরণ করতে না পেরে মানষিক হতাশায় আত্মঘাতী হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী।
জলপাইগুড়ি শহরের সেন পাড়ার বাসিন্দা ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, ফেল করলে সম্পর্ক রাখবে না বলে জানিয়ে দিয়েছিল সেই যুবক। বুধবার ফল প্রকাশের পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্য মেয়ের ছবি লাগিয়ে দেয় । পরিবারের অভিযোগ, তাতেই মানসিকভাবে আরও ভেঙে পড়ে পূর্বাঞ্চল হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে নিজের ঘরে হাতের শিরা কেটে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। শুক্রবার রাতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শান্তনু কর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri News