H3N2-র থাবা এবার অসমেও! মৃত্যু ১, দেশ জুড়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে…First case of H3N2 influenza detected in Assam H3N2 a subtype of Influenza A virus is looming large over india day by day

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমে কর্নাটক, পরে মহারাষ্ট্র। এবার অসম। দেশে H3N2-র আতঙ্ক ক্রমশ বড় আকার ধারণ করছে। এই ভাইরাসে প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল মহারাষ্ট্র থেকে, দ্বিতীয় মৃত্যু ঘটেছিল হরিয়ানাতে। এবার মৃত্যুর খবর এল অসম থেকে। এটাই অসমের প্রথম H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে মৃত্যুর ঘটনা। এমনিতে প্রতি বছরই ইনফ্লুয়েঞ্জা হয় এদেশে। এবারেও হয়েছে। তবে, এ বছর ভাইরাসের প্রকোপ যেন অন্য বারের চেয়ে একটু বেশিই।

আরও পড়ুন: H3N2 Virus: মৃত্যু ৩, অ্যাকটিভ কেস ৫৭! শুধু এই রাজ্যেই আতঙ্কের নতুন নাম H3N2 ভাইরাস…

করোনা তো ছিলই। এর মধ্যে দেশে একদিকে অ্যাডিনো-হানা। আর সঙ্গে আতঙ্ক ছড়াচ্ছে H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। হরিয়ানা ও কর্নাটকে এই ভাইরাসে কদিন আগেই দুজনের মৃত্যু হয়েছে। কর্নাটক থেকেই প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়, দ্বিতীয় মৃত্যু হরিয়ানাতে। মৃত্যুর খবর এসেছে মহারাষ্ট্র থেকেও। সেখানে মোট তিনজনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস গতকাল পর্যন্ত ছিল ৫৭-তে! মহারাষ্ট্রে H1N1-য়েও মৃত্যু হয়েছে। গোটা ভারতে H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস-পরিস্থিতি নিয়ে ক্রমশ ছড়িয়েছে উদ্বেগ।

আরও পড়ুন: বিশ্বের অন্যতম ধসপ্রবণ দেশ! যে কোনও দিন ভেঙে পড়তে পারে এই সব অঞ্চল…

 মহারাষ্ট্রে বছরতেইশের এক মেডিক্যাল স্টুডেন্ট এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে খবর। ওই ডাক্তারি পড়ুয়ার পোস্টমর্টেম করে তাঁর রক্তে H3N2 ভাইরাসের উপস্থিতির কথা জানা গিয়েছিল। যদিও তিনি কোভিডেও আক্রন্ত ছিলেন। তবে, আশঙ্কা, H3N2-এর জেরেই মৃত্যু ঘটেছে তাঁর। দূরের আতঙ্ক আর  নিছক আতঙ্ক হয়েই নেই, তা নিয়ে এখন সকলেই কথা বলছে। বলতে গেলে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে নতুন এই মারণ ভাইরাস।

গত কয়েক সপ্তাহ ধরেই এই ভাইরাসের দাপট বাড়ছে এ দেশে। কলকাতায় এইচ১এন১ ভাইরাস মাথাচাড়া দিচ্ছে বলেও শোনা গিয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানাচ্ছে, দেশের কয়েকটি রাজ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এইচ৩এন২ প্রজাতি ছড়িয়েছে। H3N2 ভাইরাসের জেরে প্রায় ৯০ জন আক্রান্ত হয়েছেন। H3N2 ইনফ্লুয়েঞ্জা “হংকং ফ্লু” নামে পরিচিত। ভাইরাসটি ক্রমশ ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদিও চিকিৎকরা আতঙ্কিত হতে বারণ করেছেন। জ্বর বেশিদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। 

Read also  Students are crying because math questions are difficult in madhyamik exam – News18 Bangla

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Source link