Driving License | ড্রাইভিং লাইসেন্স নিয়ে আর কোনও চিন্তা নেই, এ বারে বাড়িতে পাঠাবে পরিবহণ দফতর

কলকাতাঃ চলতি বছরের জুন মাস থেকে ড্রাইভিং লাইসেন্স যাবে আবেদনকারীর বাড়িতে। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পরিবহণ দফতর এই বিষয়ে একটি বেসরকারি সংস্থার সাহায্য নিচ্ছে। এই সংস্থা এটিএম কার্ডের আকারের ড্রাইভিং লাইসেন্সে ডেটা প্রক্রিয়া করবে, একটি চিপ এবং একটি QR কোড দিয়ে এটি ঠিক করবে এবং প্রার্থীর ঠিকানায় ডেলিভারির জন্য ডাক বিভাগের কাছে পাঠিয়ে দেবে৷

পরিবহণ দফতরের বেলতলার আঞ্চলিক অফিসে প্রায় ১০ হাজার ড্রাইভিং লাইসেন্স এবং আরসি ছাপানো হবে। এগুলির প্রত্যেকটিতে একটি চিপ এবং একটি কিউআর কোড লাগানো থাকবে। ড্রাইভিং লাইসেন্সের চিপে মালিকের নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, তারিখ এবং লাইসেন্স দেওয়ার স্থান-সহ প্রাসঙ্গিক তথ্য থাকবে।

আরও পড়ুনঃ শহরের বাজারে ঢুকল বাংলাদেশের বিরাট বিরাট মাপের ইলিশ! কত দামে বিক্রি হচ্ছে?

আরও পড়ুনঃ কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু’জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে

চিপ এবং কিউআর কোড শুধুমাত্র লাইসেন্সের মালিক সম্পর্কে প্রাসঙ্গিক তথ্যই দেখাবে। কার্ডটি আসল নাকি নকল তা খুঁজে বের করতেও সাহায্য করবে। পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, একজন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারী লাইসেন্সের অবস্থা সম্পর্কে এসএমএস-এর মাধ্যমে সমস্ত আপডেট পাবেন।

২০০ টাকার বিনিময়ে গাড়ির মালিকের ঠিকানায় একই পদ্ধতিতে গাড়ির নিবন্ধন শংসাপত্র (আরসি) পাঠিয়ে দেওয়া হবে। পরিবহন বিভাগ স্পিড পোস্টে এই কার্ডগুলি সরবরাহ করার জন্য কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনে ইন্ডিয়া পোস্টের সঙ্গে একটি চুক্তি করেছে। ড্রাইভিং লাইসেন্স এক সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে এবং এটি সংগ্রহ করার জন্য একজন আবেদনকারীকে আর আঞ্চলিক পরিবহন অফিসে যেতে হবে না। এ বার বাড়িতেই চলে যাবে।

Abir Ghoshal

Published by:Shubhagata Dey

First published:

Read also  Abhishek Banerjee | Murshidabad: কংগ্রেস ও সিপিআইএম-কে ‘বিজেপির বি টিম’ বলে আক্রমণ! অধীরের বিরুদ্ধে একের পর এক তোপ অভিষেকের – News18 Bangla

Tags: Driving license

Source link