Crime News | চার বিঘা জমি না লিখে দেওয়ায় বৃদ্ধ মা’কে ছেলে যা করল, ভাবা যায় না! – News18 Bangla
রায়গঞ্জ: চার বিঘা জমি না লিখে দেওয়ায় বৃদ্ধ মা-কে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল গুণধর ছেলে। ঘটনা রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর গ্রামে।
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে বৃদ্ধা মা এদিন পুলিশের দারস্থ হন। এদিন রায়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে ছেলে উজ্জ্বল বর্মনকে (৪২)। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬/৩২৩-সহ সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন: ভবিষ্যতের ইঞ্জিনিয়রদের বড় দিন, জয়েন্টের ফলপ্রকাশের কাউন্টডাউন শুরু
আরও পড়ুন: দুপুরের পরই বদলে যাবে আবহাওয়া, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলায়! সতর্ক থাকুন
এদিন অভিযোগকারিণী হেলোন বর্মন বলেন, ‘দুই দশক আগে স্বামীর মৃত্যু হয়েছে। আমার নামে বসতবাড়ি-সহ চার বিঘা জমি রয়েছে। সেই জমি লিখে দেওয়ার জন্য বারবার চাপ প্রয়োগ করছে ছেলে উজ্জ্বল। এর আগেও একাধিকবার মারধর করে বাড়ি থেকে তাঁকে তাড়িয়ে দিয়েছিল। গ্রামে একাধিকবার সালিশি সভা হয়েছে। ফের ছেলে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলে পুলিশের দ্বারস্থ হই। আমি চাই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’ এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্তসাপেক্ষে জামিন দেন।
পিয়া গুপ্তা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elderly woman, Uttar dinajpur News