Bankura students got excellent results in madhyamik and higher secondary examination
বাঁকুড়া: লাল মাটির বাঁকুড়ায় চাষাবাদ বরাবরই বেশ কম হয়। কিন্তু এই বাঁকুড়ার মাটিই মেধাবী ছাত্র-ছাত্রীদের কাছে যেন কটু বেশি প্রিয়! এই বিষয়টি ফের প্রমাণ করে দিল ২০২৩ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। মেধাতালিকায় জায়গা করে নিয়েছে বাঁকুড়ার মোট ২০ জন ছাত্রছাত্রী। এর মধ্যে মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা পেয়েছে ১২ জন এবং উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় আছে ৮ জন। আবার অলচিকি ভাষায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে বাঁকুড়ারই লক্ষিন্দর টুডু ও বিবেক সোরেন।
সব মিলিয়ে এই বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জয়জয়কার বাঁকুড়ার। মাধ্যমিকে জেলার সেরা অন্বেষা চক্রবর্তী রাজ্যে পঞ্চম হয়। আবার উচ্চমাধ্যমিকে আরও তিন ধাপ এগিয়ে এই জেলার সেরা সুষমা খাঁ রাজ্যে সকলের মধ্যে দ্বিতীয় হয়েছে। বিজ্ঞান, কলা এবং সংস্কৃতির এক অদ্ভুত সংমিশ্রণ তৈরি হয়েছে বাঁকুড়ার শিক্ষা ক্ষেত্রে। কেউ চাইছে চ্যাট জিপিটি নিয়ে পড়াশোনা করতে, আবার কেউ চাইছে ইউপিএসসি দিয়ে দেশের সর্বোচ্চ স্তরের আমলা হয়ে মানুষের সেবা করতে।
আরও পড়ুন: গরমেও বইমেলা! বেলদায় অন্য ছবি
এই বছর উচ্চমাধ্যমিকে বাঁকুড়ার কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেরই সায়েন্স ছিল না। যেমন জেলায় প্রথম এবং রাজ্যের দ্বিতীয় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সুষমা খাঁ’ই এর প্রকৃষ্ট উদাহরণ। আবার রাজ্যে সপ্তম বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী অস্মিতা পাল’ও তাই।
জেলার এই সাফল্যের পর বাঁকুড়াকে ‘এডুকেশানাল হাব’ বলা শুরু করেছেন অনেকে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, জেলার সদর শহর বাঁকুড়া বা মহকুমা শহর বিষ্ণুপুর শুধু নয়, জেলার প্রতিটি প্রান্ত থেকেই মেধাবী ছাত্র-ছাত্রীরা উঠে আসছে।
নীলাঞ্জন ব্যানার্জী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news, Education, HS Result 2023