Anubrata Mondal|| আরও বিপদে কেষ্ট! নিস্তার অতীত, আসানসোল জেলে মেয়াদ ফের বাড়ল ১৪ দিন
আসানসোল: গরু পাচার মামলায় সিবিআই-এর হাতের গ্রেফতার হওয়া থেকে ইডির হাতে কেষ্ট। আপাতত রয়েছেন দিল্লিতে ইডি হেফাজতে। কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার দুঁদে গোয়েন্দাদের জেরার মুখে পড়তে হচ্ছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। সিবিআই- এর হাতে গ্রেফতার হওয়া থেকে দিল্লি যাত্রা, মাঝখানে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল।
আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে আপাতত অনুব্রত মণ্ডল রয়েছেন দিল্লির ইডি হেফাজতে। কিন্তু সিবিআই হেফাজত? না সেখান থেকেও মুক্তি মেলেনি এখনও। আসানসোল বিশেষ সংশোধনাগারে অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল আরও ১৪ দিন। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বৃদ্ধি করেছেন।
আরও পড়ুনঃ অক্সিজেন মাস্ক পরে ঘুমোতে হচ্ছে রাতে! হঠাৎই কী হল অনুব্রত মণ্ডলের..
এ দিন শুক্রবার অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলার শুনানি হওয়ার কথা ছিল আসানসোলের বিশেষ আদালতে। কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন দিল্লিতে। আর্থিক তসরুপের ঘটনায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করছেন ইডির আধিকারিকরা। স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলকে সিবিআই আদালতে পেশ করা সম্ভব হয়নি। হয়নি ভার্চুয়াল শুনানিও। সেজন্য অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছেন বিচারক। আগামী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ৩১ মার্চ।
অন্যদিকে, এ দিন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের মামলার শুনানি হওয়ার কথা ছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। কিন্তু তারও ভার্চুয়াল শুনানি হয়নি। সাইগল হোসেন এই মুহূর্তে তিহার জেলে বন্দী রয়েছেন। কিন্তু ভার্চুয়াল শুনানি না হওয়ার জন্য, সাইগল হোসেনের সিবিআই হেফাজতের মেয়াদ ১৪ দিন বাড়িয়েছেন বিচারক। অনুব্রত মণ্ডলের পাশাপাশি সাইগল হোসেনের মামলার শুনানি হবে আগামী ৩১ মার্চ।
Nayan Ghosh
আপনার শহর থেকে (পশ্চিম বর্ধমান)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal