Alipurduar News: উদ্ধার হয়েও শেষরক্ষা হল না, লেপার্ডের মৃ্ত্যু, কারণ কী শেষমেশ বিষ!

আলিপুরদুয়ার: বীরপাড়ার কাছে জয়বীরপাড়া চা বাগান থেকে অসুস্থ লেপার্ড উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। পরে সেই লেপার্ডটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে বন দফতর সূত্রে। এদিন বিকেলে চা বাগানের ২৩ নম্বর সেকশনে একটি পূর্ণবয়স্ক লেপার্ডকে পড়ে থাকতে দেখা যায়।

লেপার্ডটি যন্ত্রণায় খুব ছটফট করছিল বলে স্থানীয় সূত্রে খবর। এরপর ঘটনাস্থলে যান বন দফতরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জ ও বীরপাড়া স্কোয়াডের কর্মীরা।

আরও পড়ুন –  ISL Champion: ভারতসেরা হল মোহনবাগান, স্বামীকে মাঠের মধ্যেই জড়িয়ে ধরে ঠোঁটে চুমু বাঙালি ফুটবলারের বউয়ের, রইল সব ফটো

পরে বিন্নাগুড়ি স্কোয়াডের কর্মীরাও সেখানে যান। লেপার্ডটিকে জালবন্দি করে খাঁচায় পুরে দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসনকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে সেটির মৃত্যু হয় বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন –  Nadia News: চোরা চালান চলছিল, বিএসএফ দেখতে পেতেই পগাড় পাড়! কাঠের বাক্সে যা মিলল

এদিন লেপার্ডটিকে দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। তবে এভাবে লেপার্ড মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।কোনও প্রকারের বিষ খেয়েছিল নাকি লেপার্ডটি?তা অনুমান করছে বনবিভাগ।দেহটি রবিবার ময়নাতদন্তের জন‍্য পাঠানো হবে।Annanya Dey

আপনার শহর থেকে (আলিপুরদুয়ার)

আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার

Published by:Debalina Datta

First published:

Tags: Alipurduar, Forest Department, Leopard

Source link

Read also  দক্ষিণবঙ্গে জমিয়ে ঠাণ্ডা চলতি সপ্তাহেই! কী জানাল হাওয়া অফিস, জেনে নিন