Abhishek Banerjee road show: অভিষেকের রোড শোয়ের আগে মানবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মহিলাদের

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যে জেলায় জেলায় নবজোয়ার কর্মসূচি করে বেড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ার মানবাজারে নবজোয়ার কর্মসূচির রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই পথ অবরোধ করলেন স্থানীয়রা। পানীয় জলের দাবিতে এদিন এলাকাবাসীরা রাস্তা অবরোধ করেছেন।

প্রসঙ্গত, বাঁকুড়ায় নবজয়ার কর্মসূচি শেষ করে এখন পুরুলিয়ায় নবজোয়ার কর্মসূচি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল জেলার শিমুলিয়ায় সভা করেছিলেন অভিষেক। সেখানে তিনি কুড়মি আন্দোলন নিয়ে বক্তব্য রেখেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মানবাজারে রোড শো করার কথা রয়েছে। তাই তাঁর কাছে সমস্যার কথা তুলে ধরার জন্য এদিন সকাল থেকেই মানবাজারে মানভূম কলেজ মোড়ের কাছে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। তাঁদের অভিযোগ, মাঝিপাড়া, রজকপাড়া-সহ একাধিক এলাকার বাসিন্দারা ২ মাস ধরে পানীয় জল পাচ্ছেন না। একে গ্রীষ্মের দাবদহ, তারওপর পানীয় জল না মেলায় তীব্র সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। এই নিয়ে একাধিকবার তাঁরা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নেতাদের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু, তাতে কোনও কাজ হয়নি। তাই এলাকাবাসীরা চাইছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কিছু করুক। সেই কারণে এদিন রাস্তা অবরোধ করেছেন স্থানীয়রা।

তাদের বক্তব্য, অভিষেক এলাকায় আসবেন। তাঁকে সামনে পেয়ে তাঁরা নিজেদের অভাব অভিযোগের কথা জানাবেন। স্থানীয় নেতা প্রশাসনের কাছে জানিয়ে কোনও কাজ হয়নি, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের সমস্যার কথা জানালে কাজ হবে বলে আশা স্থানীয়দের। উল্লেখ্য, এর আগে নবজোয়ার কর্মসূচিতে বিক্ষোভের মুখে পড়েছেন বন্দ্যোপাধ্যায়। কখনও এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছেন আবার কখনও দুর্নীতি নিয়ে। তবে সে ক্ষেত্রে অবশ্য অভিষেক আশ্বাস দেওয়ার পরে বিক্ষোভ উঠে গিয়েছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Read also  লুঠতে এসে বাধা পেলেই খুন! বাংলায় বাড়ছে বাংলাদেশী, উত্তরপ্রদেশের ডাকাতদের উৎপাত!

Source link