4 seriously injured as 3 lorries bump into each other in 2nd hooghly bridge – News18 Bangla

হাওড়া: ফের দুর্ঘটনা হাওড়ায়। দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় আহত ৪ জন। জানা যায়, কলকাতা থেকে হাওড়া আসছিল একটি লাড়ি। পথে লরির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে পাঁচিলে। পিছন থেকে আসা দুটি লরিও একে অপরকে ধাক্কা মারে। পর পর তিনটি লরির ধাক্কায় গুরুতর আহত ৪ জন। রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সন্ধেয় সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা হয় হাওড়ার ডোমজুড়ে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুজন পথচারী এবং এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এরপর লরিটি একটি ম্যাটাডোর এবং একটি ছোট হাতি গাড়িকে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। লরিটির সামনের অংশও দুমড়ে-মুচড়ে গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Published by:Rukmini Mazumder

First published:

Tags: Howrah

Source link

Read also  তিহার জেলের ডিজি বদল, নতুন দায়িত্বে সঞ্জয় বেনিওয়াল । Delhi LG changes the DG of tihar jail after chandrashekar letter