31st Celebration Millennium Park People enjoying with food and festive mood the last day of the year| বছরের শেষ দিনে Millennium Park গানে-গল্পে-আড্ডায় জমজমাট, দেখুন… | kolkata

রাশিফল

বছরটা ভালোই কাটবে ৷ কাজে একটু চাপ আসতে পারে, কিন্তু বছরটা কাটবে ভালোই ৷ পরিবারে অতিথি সমাগম হতে পারে ৷ এই বছরে নিজেকে একটু সময় দিন ৷

নতুন বছরে একটু মাথা ঠান্ডা রাখুন ৷ অফিসে কোনও সমস্যায় জর্জড়িত হতে পারেন ৷ নতুন কোনও মানুষের সঙ্গে মানুষের সঙ্গে আলাপ হতে পারে এই নতুন বছরে ৷

নতুন বছরে শরীরের দিকে নজর দিন ৷ পেট ব্যথায় কষ্ট পেতে পারেন ৷ নতুন কাজের সুযোগ আসতে পারে ৷ খরচার দিকে নজর রাখুন ৷

নতুন বছরে প্রেম, প্রীতি, বিবাহের যোগ রয়েছে ৷ নিজেকে একটু সময় দিন ৷ পরিবারের লোকের সঙ্গে সামনে কোথাও ঘুরতে যেতে পারেন ৷

নতুন বছরে অফিসে পরিবেশ ভালোই থাকবে ৷ পারলে কম কথা বলুন ৷ গোপন শত্রুর থেকে দূরে থাকুন ৷ নতুন কাজের সুযোগ আসতে পারে ৷

নতুন বছরে পুরনো কোনও বন্ধু জীবনে ফিরে আসতে পারে৷ ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটা শুভ ফলদায়ক৷ ছাত্র-ছাত্রীরা ভালো ফলের আশা করতে পারেন ৷

নতুন বছরে আত্মবিশ্বাসের অভাবে ভুগতে পারেন আপনি ৷ মানসিক শান্তি পেতে ধ্যান করুন। ৷ অনৈতিক বিষয়গুলি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।

নতুন বছরে শরীরের দিকে নজর রাখুন ৷ সর্দি, কাশিতে ভুগতে হতে পারে ৷ শিক্ষক-শিক্ষিকাদের জন্য সময়টা ভালো ৷

নতুন বছরে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে ৷ পরিবারের মাতৃস্থানীয় কোনও ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে যেতে পারেন ৷

নতুন বছরে নাম, যশ , প্রতিপত্তি, এসব আজ আপনি পাবেন। আপনার মানসিক ও শারীরিক অবস্থা এসপ্তাহে ইতিবাচক থাকবে।

নতুন বছরে আপনি যদি কোনও সুখকর পরিবর্তনের আশা করে থাকেন, তাহলে এই সপ্তাহটা অনেক সুযোগ পাবেন। শিল্প, নৃত্যকলা, সাহিত্য, ইত্যাদি সৃজনশীল বিষয়গুলিতে আপনার বিশেষ প্রবণতা দেখা দেবে। একঘেয়ে দৈনন্দিন জীবন প্রাণবন্ত হয়ে উঠবে। প্রিয়জনদের সঙ্গে দেখা করে আনন্দিত হবেন। ছাত্রছাত্রীদের জন্যও দিনটি ভাল। পরিশ্রম বিফলে যাবে না। কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা আছে।

Read also  শান্তনু কন্যার ডাক্তারিতে ভর্তি বিতর্কে আদালতে যেতে পারেন সুকান্ত, তরজা চরমে

নতুন বছরে চোখ-কান খোলা রাখুন ৷ গুপ্ত শত্রু থেকে সাবধান৷ নতুন বাড়ি অথবা গাড়ি ক্রয় করতে পারেন ৷ ঘরে অতিথি সমাগাম হতে পারে ৷Source link