3 died in bike accident in bongaon – News18 Bangla
বনগাঁ: মর্মান্তিক বাইক দুর্ঘটনায় এক কিশোরী-সহ মৃত ৩। দ্রুত গতিতে মোটর বাইকে যাওয়ার সময় রাস্তার পাশে বিদ্যুৎ পোলে ধাক্কা লাগার ফলে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রূপসা বিশ্বাস(১৬), বাড়ি বাগদা থানার বলিদাপুকুরে, সঞ্জিত দাস(২৩), বাড়ি বাগদা থানার দুর্গপুর ও রাজেশ মন্ডল(২২) বাড়ি বনগাঁ থানার কুন্দিপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা অন্তগত কলমবাগান বেয়ারা রোডের কুন্দিপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩ জন একটি বাইকেই সওয়ারি হয়ে তীব্র গতীতে বেয়াড়া থেকে কলমবাগান রোড ধরে কলমবাগানের দিকে আসছিল। কুন্দিপুর এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইলেট্রিক পোস্টে ধাক্কা মারে। ৩ জনই বাইক থেকে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত, শঙ্কটজনক অবস্থায় বাকি দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি বনগাঁ মহাকুমার হাসপাতালে নিয়ে যায়। গেলে সেখানে ২ জনের মৃত্যু হয়। তিনজনের কারও মাথায় হেলমেট পড়া ছিল না।
অনিরুদ্ধ কির্তনীয়া
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bike Accident