২ দিন ধরেই খোঁজ মিলছে না মালদহের দুই পড়ুয়ার, হন্যে হয়ে খুঁজছে পরিবার – News18 Bangla

মালদহ: হঠাৎ উধাও দুই নাবালক স্কুল পড়ুয়া। একজন অষ্টম শ্রেণীর ছাত্র এবং অপরজন ষষ্ঠ শ্রেণীর। বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ঘরে তারা। কেটে গিয়েছে দুই দিন। অপহরণের আশঙ্কা করছেন পরিবারের লোকেরা। পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। নিখোঁজের ঘটনায় ক্রমশ দানা বাঁধছে রহস্য।

মালদহের হরিশ্চন্দ্রপুরের দুই  নাবালক স্কুল পড়ুয়ার খোঁজ মিলছে না। মালদহের হরিশ্চন্দ্রপুরের তালসুর গ্রামের ঘটনা। দুই ছাত্রের বাবাই পেশায় ব্যবসায়ী। সম্পর্কে দুজনেই আত্মীয়। এমন ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। তালসুর গ্রামের বাসিন্দা কালু পাসোয়ান পেশায় ব্যবসায়ী। তাঁর ছেলে কুণাল পাসোমান এবং ভাইয়ের ছেলে রাজবীর পাসোয়ান। শুক্রবার রাত পৌনে আটটা নাগাদ বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই দুইজনে আর বাড়িতে ফেরেনি।

কুণাল স্থানীয় মিতনা হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। রাজবীর একই স্কুলের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া। শুক্রবার সন্ধ্যার পর থেকেই কেউই তাদের এলাকায় দেখেনি। আর এতেই বেড়েছে রহস্য।  কিন্তু হঠাৎ কোথায় গেল দুই নাবালক পড়ুয়া? অপহরণ বলে সন্দেহ করলেও পরিবারের কাছে কোনওরকম মুক্তিপণ আসেনি। কাউকে কোনওরকম সন্দেহ রয়েছে এমনটাও নিশ্চিত করে বলতে পারছে না পরিবার।

কেউ কেন তাদের ছেলেদের অপহরণ করবে তাও স্পষ্ট নয়। এই অবস্থায় সমস্ত সম্ভাবনায় খোলা রেখে তদন্ত করছে পুলিশ।  নিখোঁজ এক ছাত্রের বাবা কালু পাসোয়ান বলেন, দোকান থেকে এসে জানতে পারি ছেলে বাড়ি ফেরেনি। পরে জানতে পারি এক ভাইয়ের ছেলেরও কোনও খোঁজ মিলছে না। তারপর রাতেই খোঁজাখুঁজি শুরু করা হয়। কার্যত তন্নতন্ন করে খোঁজা হয় গোটা গ্রাম। খোঁজ নেওয়া হয় আত্মীয়- স্বজনদের বাড়িতেও। কিন্তু, কোথাও কোনও খোঁজ বা সূত্র মেলেনি।

পরিবারের লোকেরা আশঙ্কা করে বলেন, সন্তানদের অপহরণ করা হয়ে থাকতে পারে। তারপরেই শনিবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন, মহা বিপাকে শান্তনু, তালা ভেঙে বাড়ি-রিসর্টে চলছে ইডির চিরুনি তল্লাশি

Read also  রবিবার দিল্লিতে MCD নির্বাচন, ১.৪৫ কোটি ভোটারের হাতে ১৩৪৯ প্রার্থীর ভাগ্য । MCD Election Voting on sunday and one crore nd 45 lakh people will decide the future of 1349 candidates

আরও পড়ুন, ডিএ ধর্না মঞ্চে বিধায়ক নওশাদকে ধাক্কা! ধৃত যুবক, নিন্দা করেও সন্দেহ কুণালের

পাশাপাশি নিখোঁজ স্কুল পড়ুয়াদের ছবি হাতে গ্রামে গ্রামে ঘুরছে পরিবার ও পরিজনেরা। এলাকায় নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে তার খুবকাছেই রয়েছে প্রতিবেশী রাজ্য বিহার। ফলে বিহারের কোনও দুষ্কৃতি এমন কান্ড ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।সেবক দেবশর্মা

Published by:Suvam Mukherjee

First published:

Tags: Malda

Source link