স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেও এবার ট্রোলড সাকিব আল হাসান! – News18 Bangla
#ঢাকা: কিছুদিন আগে কলকাতায় এক কালীপুজোর উদ্বোধনে এসে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ৷ সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকিও পান তিনি ৷ বিতর্ক এড়াতে ইউটিউবে ভিডিও পোস্ট করে নিজে ক্ষমা চেয়ে নেন সাকিব ৷ তার কয়েকদিন যেতে না যেতেই এবার নিজের স্ত্রী-র সঙ্গে ছবি পোস্ট করেও ট্রোলড হতে হল বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডারকে ৷
ছবিতে দেখা গিয়েছে, স্ত্রীকে আলিঙ্গন করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ছবিটি খুব সুন্দর হলেও নেটিজেনদের অনেকেই তা ভালভাবে নেননি ৷ কেউ কেউ ছবি নিয়ে হাসিঠাট্টা যেমন করেছেন ৷ তেমনি অনেকে সরাসরি লিখেছেন, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিৎ হয়নি সাকিবের ৷ একজন লিখেছেন, ‘এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে না আনাই ভাল। আমরা জানি যে আপনারা দুর্দান্ত কাপল’।
‘স্ত্রী-কে বোরখা তো পরাও…’ ! এই ধরণের কমেন্টও করেছেন অনেকে ৷ কালীপুজোর উদ্বোধনে গিয়ে যেমন ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন সাকিব ৷ তেমনি এবার এই ছবির জন্যও তাঁকে ক্ষমা চাইবার দাবি করেন অনেকে ৷ সাকিবের ছবিতে নানাপ্রকার ব্যঙ্গ বিদ্রুপে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Shakib Al Hasan