সীমান্তের জিরো গ্রাউন্ডে চলছে গাছের নার্সারির! দুই ভাইয়ের এই ব্যাবসার গল্প অবাক করবে আপনাকেও || The business of tree nurseries is going on at the zero ground of the border – News18 Bangla
কালমাটি: কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বেশিরভাগ অংশই সীমান্তবর্তী এলাকা। সীমান্তবর্তী এলাকা মানেই চোরাচালানকারী কিংবা অসাধু কাজকর্ম করা লোকেদের প্রচুর দৌরাত্ম্য। তার ওপর তা যদি হয় জিরো গ্রাউন্ডের জমি তাহলে তো কোন কথাই নেই। তবে এই ধারণার পরিবর্তন করতে দিনহাটা মহকুমার কালমাটি এলাকায় সীমান্তের কাঁটাতারের ভেতরে জিরো গ্রাউন্ডের জমিতে দুই ভাই করেছেন চারা গাছের নার্সারি। এই নার্সারীর মাধ্যমেই তারা আর্থিকভাবে স্বনির্ভরতার মুখ দেখতে পাচ্ছে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের গাছের চারা উৎপাদন করে বিক্রি করে তারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠছে।
চারা গাছের ব্যবসায়ী রফিকুল ইসলাম জানাচ্ছেন, “সীমান্ত এলাকায় বললেই অনেকে মনে করে থাকেন হয় চোরাচালানকারী, নয়তো অসাধু ব্যবসায়ী। তবে এই ধারণার পরিবর্তন হওয়া উচিত। সীমান্ত এলাকায় জিরো গ্রাউন্ডের জমিতে থেকেও যে কোন মানুষ আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারে, তাও আবার সৎ পথে থেকেই সঙ্গে বেশ ভাল উপার্জনও করা যায় তা প্রমাণ করাই লক্ষ্য।” দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের চারা গাছের ওপর অনেকটাই আগ্রহ ছিল তার। আর সেই আগ্রহের ফলেই একদিন শুরু করে এই ব্যবসা। বর্তমানে এই ব্যবসা তাকে পৌঁছে দিয়েছে বিভিন্ন মানুষের কাছে। এখন সে চারা গাছ বিক্রি করেই বেশ ভালো মুনাফা অর্জন করে চলেছেন প্রতিনিয়ত।
আরও পড়ুন- বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ঘরের সামনে ধর্ণায় ছাত্রী! কারণ জানলে অবাক হবে আরও পড়ুন- একের পর এক দুর্ঘটনা থেকে শিক্ষা হয়নি, বিদ্যুতের তারের উপর দিব্যি ঝুলছে সুপারি গাছ
সে আরও জানায় প্রথম অবস্থায় সে একাই এই এটি শুরু করলেও পরবর্তীতে তার দাদা তার যোগ দেন। বর্তমানে তারা দুই ভাই মিলে এই ব্যবসাটি করছেন। কোচবিহার জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় যেভাবে বহু মানুষ চোরাচালনকারী কিংবা অসাধু কাজ কর্মের পথ বেছে নেন। অল্প সময় অধিক মুনাফা অর্জনের আশায়। সেই জায়গায় দাঁড়িয়ে রফিকুল ও শফিকুল এই দুই ভাইয়ের জীবন কাহিনী অবাক করবে সকলকে। প্রথম থেকেই চরম দারিদ্রতার সম্মুখীন হয়েছিলেন এই দুই ভাই। তবে হাল ছাড়েননি। ধীরে ধীরে ব্যবসা করেই নিজেদের অবস্থার উন্নতি করেছে। বর্তমানে তারা অনেক মানুষ আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠার দিশা দেখাচ্ছে।
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar, Cooch Behar news