সাফল্য! প্রথমবার পুকুরে হচ্ছে ইলিশ মাছ, দাবি বাংলাদেশের সংবাদমাধ্যমের
• জাতের দিক থেকে ইলিশ না হলেও এ মাছ ইলিশের পরিপূরক হতে পারে বলে দাবি করছেন অনেকেই। মহেশপুরের চাষীরা বলছেন, বিভিন্ন সময় মাছের চাহিদা থাকে, যখন বাজারে ইলিশ মাছ পাওয়া যায় না। তখনই এই মাছ বিক্রি করতে পারলে চাষীদের লাভ হবে। মণিপুরি ইলিশ আসল ইলিশ না হলেও স্বাদে গন্ধে একেবারে একই রকম। (ইলিশের ছবি)