সংশোধনাগারেই বন্দির মৃত্যু, চাঞ্চল্য বালুরঘাটে – News18 Bangla

দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে শুক্রবারে এক সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যুর ঘটনা ঘটছে। মৃত ব্যক্তির নাম অনিল সাহা। বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শক্তিনগরে।

 

সংশোধনাগার সূত্রে জানা, ৫২ বছর বয়সী ওই ব্যক্তি কার্ডিয়াক অ্যাটাকে মৃত্যু হয়েছে। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, অনিল সাহা রায়গঞ্জ আদালতে একটি মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত ২০১৯ সালে বালুরঘাট সংশোধনাগারে বন্দী থাকে।

গতকাল মধ্যরাতে তার বুকে ব্যথা হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ রাত ৩টে ৪৫ মিনিটে নাগাদ বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, নেলকাটারের সঙ্গে কেন দুটো ছোট চাকু থাকে, জানেন কী কী কাজে এগুলি ব্যবহার করতে হয়

আরও পড়ুন, দুর্দান্ত খবর! ৭.৬৫% হারে FD-তে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে

এদিন দেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর দেহটি তার পরিবারে হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সুস্মিতা গোস্বামী

Published by:Suvam Mukherjee

First published:

Tags: South Dinajpur News

Source link

Read also  গুরুংয়ের নতুন চাল, উত্তরবঙ্গে তৃণমূলের পথের কাঁটা হবে নয়া জোট? সম্ভাবনা প্রবল