শান্তনুর ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, থাকতে পারে আরও! ইডি খুঁজছে ‘এভারেস্টের’ মতো সম্পত্তির আসল ঠিকানা || Shantanu has 15 bank accounts, may have more! ED is looking for the Connection of properties like ‘Everest’ – News18 Bangla
কলকাতা: ইডির নজর এবার শান্তনু বন্দোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টয়ের উপর! ইডি সূত্রে খবর,শান্তনু বন্দোপাধ্যায়ের প্রথম অবস্থায় ১৫ ব্যাঙ্ক অ্যাকাউন্টয়ের হদিশ পেয়েছে ইডি। পরে তা বেড়ে হয় প্রায় পঁচিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তবে এই অ্যাকাউন্টয়ের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান ইডির গোয়েন্দাদের। এই অ্যাকাউন্টগুলি শান্তনু, তাঁর স্ত্রী ও কয়েকটি সংস্থা ( হোটেলে, রিসোর্ট, হোম স্টে ) নামে।
এই অ্যাকাউন্ট কোটি কোটি টাকা ঢুকলেও সঙ্গে সঙ্গে তুলে অন্য একাধিক জায়গায় ইনভেস্ট করে দিত শান্তনু। এখানেই সন্দেহ হয় গোয়েন্দাদের। কেন টাকা আসলেই নিমেষে সেই টাকা তুলে নেওয়া হত? ইডি ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করেছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোথা থেকে টাকা আসত? নথি নিয়ে জানতে চায় ইডি। ইডি সূত্রে খবর, কোটি কোটি টাকা ঢুকলেও সেই টাকা তুলে অন্য একাধিক জায়গায় বিনিয়োগ করা হত। আর সেকারণে প্রায় দের কোটি টাকা হদিশ মিলেছে।অ্যাকাউন্টগুলিতে টাকার উৎস কী? কোথা থেকে বিপুল পরিমান টাকা আসত? নথি ডকুমেন্টস দেখছে ইডি।
আরও পড়ুন- বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড
আরও পড়ুন- শনিবার নিজ রাশিতেই প্রবেশ করতে চলেছেন শনিদেব! এই ৪ রাশির ভাগ্য হবে আলোর মতো উজ্জ্বল
কালো টাকা সাদা করার জন্য কি এই প্রয়াস ? টাকার উৎস সন্ধানে আরও জেরা দরকার বলে মনে করছে ইডি। ব্যাঙ্ক স্টেটমেন্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে। নিয়োগ দুর্নীতি কালো টাকাই সাদা করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ব্যবহার হত? শান্তনু ইতিমধ্যে ব্যাঙ্কিং ডিটেলস জমা করলেও তদন্তকারীরা মনে করছেন আরও অ্যাকাউন্ট থাকতে পারে।
কারণ ২০১৫ সালে সামান্য মোবাইলের দোকান থেকে কয়েক বছরেই বিপুল পরিমান সম্পত্তির মালিক হন শান্তনু। কী করে এত বিপুল সম্পত্তির মালিক হলেন? বাড়ি, জমি, রিসোর্ট, হোটেল, হোম স্টে থেকে শুরু করে কী নেই তাতে! যা দেখে ইডি আইনজীবী আদালতের কাছে বলেছিলেন, পুরুলিয়া পাহাড়ের টিলা থেকে একেবারে এভারেস্টের মতো সম্পত্তি। ফলে কোথা থেকে এলো এই টাকা? উত্তরের খোঁজে ইডির গোয়েন্দারা।
ARPITA HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SSC Case